হোয়াটসঅ্যাপ চ্যানেলসে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপের চ্যানেলস সুবিধাহোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের ‘চ্যানেলস’ সুবিধার মাধ্যমে সহজে একাধিক ব্যক্তির কাছে হালনাগাদ তথ্য জানানোর পাশাপাশি জরিপও চালানো যায়। ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব চ্যানেলের সদস্যদের একসঙ্গে হালনাগাদ তথ্য জানানো ছাড়াও বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত নিতে পারে। এবার চাইলে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস নিজেদের চ্যানেলে সরাসরি পোস্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

সহজে বিভিন্ন প্রতিষ্ঠান বা জনপ্রিয় ব্যক্তিদের হালনাগাদ তথ্য জানার সুযোগ থাকায় চালুর পরপরই ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে চ্যানেলস। নতুন এ সুবিধা চালুর ফলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের পাশাপাশি চ্যানেল অনুসরণকারীরাও স্ট্যাটাস দেখতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের বিভিন্ন স্ট্যাটাস বর্তমানের তুলনায় বেশিসংখ্যক ব্যক্তিকে দেখানোর সুযোগ পাবেন। প্রাথমিকভাবে এ সুবিধা আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন

ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে সম্প্রতি হোয়াটসঅ্যাপের চ্যানেলসে ‘ভয়েস আপডেট’ সুবিধা চালু করা হয়েছে। এ সুবিধা কাজে লাগিয়ে চ্যানেলের প্রশাসকেরা সহজে মুখের কথায় হালনাগাদ তথ্য প্রকাশ করতে পারেন। ফলে বড় আকারের পোস্ট না লিখে ভয়েস বার্তা পাঠিয়ে চ্যানেলের অনুসরণকারীদের হালনাগাদ তথ্য জানানো সম্ভব। এ সুবিধা ছাড়াও চ্যানেলের প্রশাসকের সংখ্যা বাড়িয়েছে হোয়াটসঅ্যাপ। ফলে বর্তমানে একটি চ্যানেলের সঙ্গে সর্বোচ্চ ১৬ প্রশাসক যুক্ত হতে পারেন।

সূত্র: লাইভমিন্ট ডটকম

আরও পড়ুন