স্মার্টফোনে ই-মেইল প্রাপক তালিকা দ্রুত পরিবর্তনের সুযোগ চালু করল জিমেইল
স্মার্টফোনে ই–মেইলের প্রাপকদের তালিকা ব্যবস্থাপনার পদ্ধতি আরও সহজ করতে জিমেইল অ্যাপে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন এ সুবিধা চালু হওয়ায় স্মার্টফোনে জিমেইল ব্যবহারকারীরা সহজেই নির্দিষ্ট ই-মেইল পাঠানোর সময় প্রাপকদের নামের তালিকা ‘টু’, ‘সিসি’ ও ‘বিসিসি’ অপশন থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে স্থানান্তর করতে পারবেন।
স্মার্টফোনে জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন এই সুবিধা বেশ সহায়তা করবে। কারণ, ই-মেইলে বেশিসংখ্যক প্রাপকদের নাম যুক্তের সময় টু, সিসি ও বিসিসি অপশন নির্বাচন করার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়। এর ফলে প্রাতিষ্ঠানিক ই-মেইল পাঠানোর ক্ষেত্রে ভুল–বোঝাবুঝিও হয়ে থাকে। নতুন ড্র্যাগ অ্যান্ড ড্রপ সুবিধার মাধ্যমে ভুল অপশনে নাম যুক্ত করা হলেও নামটি ড্র্যাগ করে অন্য অপশনে স্থানান্তর করা যাবে।
সম্প্রতি ওয়ার্কস্পেস আপডেটে নতুন এ সুবিধা চালুর বিষয়ে গুগল জানিয়েছে, ওয়েব সংস্করণে থাকা এই সুবিধা এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনেও ব্যবহার করা যাবে। তবে প্রাথমিকভাবে এই সুবিধা শুধু গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যান ও অন্যান্য এন্টারপ্রাইজ বা শিক্ষাসংশ্লিষ্ট ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ