২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

গুগলে দ্রুত সঠিক তথ্য খুঁজে পাওয়ার ৭ কৌশল

গুগলে সহজেই নির্দিষ্ট বিষয়ের তথ্য জানা যায়ছবি: রয়টার্স

কোনো বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা প্রায় সবাই নিয়মিত গুগলে তথ্য খোঁজ করে থাকি। কিন্তু কাজের সময় দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে না পেলে বেশ সমস্যা হয়। তবে কিছু কৌশল কাজে লাগিয়ে চাইলেই গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া সম্ভব। গুগলে দ্রুত সঠিক তথ্য খুঁজে পাওয়ার ৭ কৌশল দেখে নেওয়া যাক—

কোটেশন চিহ্ন ব্যবহার
অনেকেই গুগলে তথ্য খোঁজার সময় শুধু শব্দ বা বাক্য লেখেন। এতে নির্দিষ্ট বিষয়ের পাশাপাশি প্রাসঙ্গিক নানা তথ্য ফলাফলে দেখা যায়। তবে কোটেশন চিহ্ন ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়া সম্ভব। যেমন কোটেশন চিহ্ন ব্যবহার করে যদি ‘বাংলাদেশ ক্রিকেট দল’ লেখা হয় তবে সার্চ ফলাফলে শুধুই বাংলাদেশ ক্রিকেট দলের তথ্য দেখা যাবে।  

নির্দিষ্ট ওয়েবসাইটের তথ্য
নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে থাকা তথ্য জানার জন্য site: লেখার পর ওয়েবসাইটের নাম লিখে বিষয় উল্লেখ করলেই দ্রুত তথ্য দেখা যাবে।

নির্দিষ্ট আকারের ছবি
কাজের প্রয়োজনে নির্দিষ্ট আকারের ছবি প্রয়োজন হয়। গুগলে নির্দিষ্ট আকারের ছবি দ্রুত দেখার জন্য সার্চ বক্সে imagesize: লিখে ছবির আকার উল্লেখ করত হবে। এরপর প্রয়োজনীয় ছবির বিষয়বস্তু উল্লেখ করলেই নির্দিষ্ট আকারের ছবি দেখা যাবে।

নির্দিষ্ট ফরম্যাটের নথি
কখনো কখনো পিডিএফ বা অন্য ফরম্যাটের নথির দরকার হয়। এ জন্য গুগলের সার্চ বক্সে filetype: লিখে pdf বা প্রয়োজনীয় ফরম্যাটের নাম লিখে বিষয়বস্তু উল্লেখ করলেই সেই ফরম্যাটের তথ্য দেখা যাবে।

সার্চে * চিহ্নের ব্যবহার
অনেক সময় নির্দিষ্ট কোনো বিষয়ে তথ্য জানার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে * চিহ্ন ব্যবহার করা যেতে পারে। যেমন বৈদ্যুতিক গাড়ি বিষয়ে তথ্যের দরকার হলে বৈদ্যুতিক গাড়ির পর * যুক্ত করে সার্চ করতে হবে।

নির্দিষ্ট সময়ের আগের বা পরের তথ্য
ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগের বা পরের তথ্যের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে সার্চ বক্সে BEFORE: বা AFTER: লিখে নির্দিষ্ট তারিখ উল্লেখ করে সার্চ করতে হবে। যেমন ২০০০ সালের আগের বাংলাদেশের ক্রিকেটের তথ্য জানতে BEFORE: 2000 Bangladesh Cricket লিখতে হবে।

সম্পৃক্ত তথ্য জানার জন্য
কোনো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছে এমন তথ্য জানতে হলে সার্চ বক্সে related: লিখে নির্দিষ্ট বিষয় উল্লেখ করলেই গুগলের সার্চ ফলাফলে সে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত তথ্যগুলো দেখা যাবে।