এআই দিয়ে স্টিকার তৈরি করা যাবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপে দ্রুত স্টিকার তৈরি করা যাবেরয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে দ্রুত স্টিকার তৈরি করা যাবে হোয়াটসঅ্যাপে। শুধু তাই নয়, এসব স্টিকার চাইলেই বন্ধুদের সঙ্গে আদান-প্রদান করা যাবে। অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণ ব্যবহারকারীরা এরই মধ্যে এ সুবিধা পরখ করে দেখার সুযোগ পাচ্ছেন। হোয়াটসঅ্যাপের সুবিধা শনাক্ত করার প্ল্যাটফর্ম ডব্লিউএবেটাইনফো এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএবেটাইনফো তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে স্টিকার তৈরির কাজ শেষ করেছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে স্টিকারগুলো আদান-প্রদানের সুযোগ চালুর জন্য কাজ চলছে। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণের ব্যবহারকারীরা পরখ করার সুযোগ পেলেও শিগগিরই সবার জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন

এআই দিয়ে স্টিকার তৈরির সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের স্টিকার ট্যাবে ক্লিক করলেই ক্রিয়েট নামের একটি অপশন পাওয়া যাবে। অপশনটি ট্যাপ করার পর স্টিকার তৈরির জন্য বর্ণনা লিখতে হবে। অর্থাৎ স্টিকারটির রং বা বিষয়বস্তু উল্লেখ করতে হবে। ব্যবহারকারীদের বর্ণনা অনুসারে একাধিক স্টিকার তৈরি করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।

আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি স্টিকারগুলো পরিচিত ব্যক্তিদের সঙ্গে আদান-প্রদানের পাশাপাশি ব্যবহারকারীরা চাইলেই বন্ধুদের বিভিন্ন পোস্টে ব্যবহার করতে পারবেন। ফলে বন্ধুদের বিভিন্ন পোস্টে দ্রুত নিজেদের মতামত জানানো যাবে। স্টিকারগুলোর কারণে অন্য ব্যবহারকারীরা বিব্রত হলে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার কাছে অভিযোগও করা যাবে।

সূত্র: গ্যাজেটস নাউ