ভয়েস মেসেজ অনুবাদ করার সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে
ভয়েস মেসেজের বার্তা নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে শোনার সুযোগ দিতে ট্রান্সক্রিপ্ট সুবিধা যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপে। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে এক ভাষায় পাঠানো ভয়েস বার্তা অন্য ভাষায় অনুবাদ করে শোনা যাবে। হোয়াটসঅ্যাপের পরবর্তী হালনাগাদে এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো।
ডব্লিউএবেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ভয়েস মেসেজের ট্রান্সক্রিপ্ট লেখার জন্য কয়েকটি ভাষা নির্বাচন করা যাবে। এ জন্য পরীক্ষামূলকভাবে চালু করা এ সুবিধার স্ক্রিনশটে ট্রান্সক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের নিচে কয়েকটি ভাষার অপশন রয়েছে। যেখান থেকে কাঙ্ক্ষিত ভাষা নির্বাচন করা যাবে। অপশনে থাকা ভাষার মধ্যে রয়েছে ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ, রাশিয়ান ও হিন্দি। ফলে প্রাথমিকভাবে এসব ভাষাতেই ভয়েস মেসেজ বা নোটের বার্তা অনুবাদ করে শোনা যাবে।
নতুন এ সুবিধা চালু হলে যেসব ব্যবহারকারী ভয়েস মেসেজ বা নোট শোনার পাশাপাশি নিজ ভাষায় অনুবাদ করে পড়তে চান, তাঁরা উপকৃত হবেন। শুধু তা-ই নয়, এর ফলে ভিনদেশি ব্যক্তিদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ভয়েস মেসেজ আদান-প্রদান করা যাবে।
ভয়েস মেসেজের ট্রান্সক্রিপ্ট সুবিধাও এন্ড টু এন্ড এনক্রিপটেড হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। ফলে ভয়েস মেসেজের বার্তা অনুবাদ করা হলেও সেগুলোর তথ্য অন্য কেউ জানতে পারবেন না। অ্যান্ড্রয়েড ২.২৪.৭.৮ হালনাগাদের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণে এ সুবিধা ব্যবহার করা যাচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে