উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ৬৮টি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। নিরাপত্তাত্রুটির কথা জানতে পেরে তড়িঘড়ি করে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়্যার হালনাগাদ (নিরাপত্তা প্যাঁচ) উন্মুক্ত করেছে মাইক্রোসফট। সাইবার হামলা থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের দ্রুত নতুন নিরাপত্তা প্যাঁচ ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের তথ্যমতে, ৬৮টি নিরাপত্তাত্রুটির মধ্যে ১১টি ছিল ভয়ংকর, যার মধ্যে ৬টি জিরো ডে এক্সপ্লয়েট। অর্থাৎ ত্রুটিগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই সাইবার হামলা চালাতে পারে। শুধু তাই নয়, এসব ত্রুটির কারণে সহজেই ভুয়া কোড, ই-মেইল বা ওয়েবসাইটের মাধ্যমে কম্পিউটার থেকে তথ্য চুরি করা সম্ভব।
জিরো ডে এক্সপ্লয়েট ত্রুটিগুলোর মধ্যে সিভিই-২০২২-৪১০৭৩, সিভিই-২০২২-৪১১২৫, সিভিই-২০২২-৪১১২৮ এবং সিভিই-২০২২-৪১০৯১ নামের ত্রুটি বেশি ভয়ংকর। নিরাপত্তা হালনাগাদ না করলে এসব ত্রুটি এখনো হ্যাকাররা ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: ফোর্বস