আজ রাতের আকাশে দেখা যাবে গ্রহাণু আইরিন
আজ মঙ্গলবার সন্ধ্যার পর বাংলাদেশের আকাশে বেশ কিছু চমক দেখা যাবে। তাই খালি চোখে বা ছোট টেলিস্কোপ ও বাইনোকুলারের সাহায্যে সহজেই বিভিন্ন গ্রহাণু, গ্রহ ও অন্য মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।
সন্ধ্যার প্রথম ভাগেই আকাশে গ্রহাণু আইরিস দেখা যাবে। সূর্যাস্তের প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পর সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে মীন তারকামণ্ডলে ছোট টেলিস্কোপে দৃশ্যমান হবে এই গ্রহাণু।
গ্রহাণু আইরিন মধ্যরাত থেকে রাত ১টা ২৬ মিনিট পর্যন্ত মিথুন তারকামণ্ডলে দেখা যাবে। গ্রহাণু আইরিন ১৮৫১ সালে জ্যোতির্বিজ্ঞানী জন রাসেল হিন্দ আবিষ্কার করেন। এটি একটি এস-শ্রেণির গ্রহাণু, যার গঠন মূলত সিলিকেট ও ধাতব পদার্থের মিশ্রণে তৈরি। এর ব্যাস প্রায় ১৫২ কিলোমিটার। এই গ্রহাণু সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় ৪ বছর ৩ মাস সময় নেয়। এই গ্রহাণু সূর্যালোক প্রতিফলিত করে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে বলে সহজেই পর্যবেক্ষণ করা যাবে।
গ্রহাণু ম্যাসালিয়া রাত ৮টা ৫৪ মিনিটে মেষ তারকামণ্ডলে দেখা যাবে। এ ছাড়া ইউরেনাস গ্রহ যেকোনো বাইনোকুলারের সাহায্যে দেখা যাবে রাত ৯টা ৪৬ মিনিট পর্যন্ত। বৃহস্পতি গ্রহ খালি চোখে রাত ১১ টা ২০ মিনিট পর্যন্ত এবং গ্রহাণু ইজেরিয়া রাত ১১টা ৫৯ পর্যন্ত ছোট টেলিস্কোপের সাহায্যে দেখা যাবে। গ্রহাণু ইউনোমিয়া রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত বৃষ তারকামণ্ডলে দেখা যাবে।
মধ্যরাতে মঙ্গল গ্রহ খালি চোখে রাত ২টা ৪ মিনিট পর্যন্ত মিথুন তারকামণ্ডলে দেখা যাবে। গ্রহাণু অ্যাম্ফিট্রাইট রাত ৩টা ৪০ মিনিট পর্যন্ত ছোট টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে কর্কট তারকামণ্ডলে। গ্রহাণু ফ্লোরা ভোর ৫টা ৩৯ মিনিট পর্যন্ত সিংহ তারকামণ্ডলে দৃশ্যমান হবে। গ্রহাণু মেলপোমেন ভোর ৬টা ৪ মিনিট পর্যন্ত কন্যা তারকামণ্ডলে দেখা যাবে।
ভোরেও আকাশে বেশ কিছু গ্রহাণুর দেখা মিলবে। গ্রহাণু ডেম্বোস্কা রাত ১০টা ৮ মিনিট থেকে সকাল ৮টা ৪৭ মিনিট পর্যন্ত তুলা তারকামণ্ডলে এবং গ্রহাণু ভেস্তা সকাল পর্যন্ত তুলা তারকামণ্ডলে বাইনোকুলার বা ছোট টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে।
সূত্র: দ্য স্কাই লাইভ