মহাকাশ অভিযানে শিডিউল বিপর্যয়ে নাসা, কেন
দেশে প্রায় শোনা যায়, রেল বা বিমানবন্দরে শিডিউল বিপর্যয় হয়েছে। ফলে নির্ধারিত সময়ে ট্রেন বা কোনো ফ্লাইট গন্তব্যে যেতে পারবে না। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা বোয়িং স্টারলাইনার মহাকাশযানে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেখানকার ডকিং পোর্টে আর কোনো মহাকাশযান রাখার জায়গা নেই। ফলে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরবর্তী অভিযানে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এ বিষয়ে নাসা জানিয়েছে, স্পেসএক্সের ক্রু-৯ ফ্লাইট ১৮ আগস্টে উড্ডয়নের কথা থাকলেও তা ২৪ সেপ্টেম্বর পাঠানোর চেষ্টা করা হচ্ছে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটটি ক্যাপসুল ডক রয়েছে, যার মধ্যে দুটি ডক যুক্তরাষ্ট্রের। দুটি ডকিং পোর্টেই আগে পাঠানো মহাকাশযান দখল করে রেখেছে। বোয়িং স্টারলাইনার মহাকাশযান আট দিন থাকার কথা থাকলেও হিলিয়াম গ্যাস লিকেজের কারণে পৃথিবীতে ফিরতে পারছে না। ফলে কয়েক মাস ধরে মহাকাশ স্টেশনে জায়গা দখল করে রেখেছে মহাকাশযানটি।
নাসা জানিয়েছে, স্টারলাইনারের গ্রাউন্ড টিম বোয়িং স্টারলাইনারকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে। ফেরার ফ্লাইট নির্ধারিত হলে মহাকাশচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে। ফিরে আসার আগে তারা প্রস্তুত কি না, নিশ্চিত করতে হবে। বোয়িংয়ের প্রথম যাত্রীবাহী মিশন এ বছরের জুনে চালু হয়। স্টেশনে নিয়মিত ফ্লাইটের জন্য স্টারলাইন যাত্রা করে।
সূত্র: এনগ্যাজেট