২০২৫ সালের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন গণিতবিদেরা, কেন
২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতিও নিচ্ছেন অনেকে। গণিতবিদেরাও ২০২৫ সালের জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। গণিতবিদদের তথ্যমতে, ২০২৫ সাল হচ্ছে একটি নিখুঁত বর্গ বছর। অর্থাৎ ৪৫ সংখ্যার বর্গের ফলাফল হচ্ছে ২০২৫। আর তাই নতুন বছরে প্রযুক্তি ও বৈজ্ঞানিক অগ্রগতি হওয়ার পাশাপাশি নতুন কোনো মাইলফলক অর্জন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিখুঁত বর্গ বছর বলতে সেসব বছরকে বোঝানো হয়, যেগুলো কোনো পূর্ণ সংখ্যার বর্গ। যেমন ৪৫ সংখ্যার বর্গ ২০২৫, ৪৪ সংখ্যার বর্গ ১৯৩৬ আর ৪৩ সংখ্যার বর্গ ১৮৪৯। নিখুঁত বর্গ বছরের ক্রম ১ সাল থেকে শুরু হয়েছে। তবে ধীরে ধীরে নিখুঁত বর্গ সংখ্যার বছর দূরে চলে যাচ্ছে।
২০২৫ সালের আগে মাত্র ৪৪টি নিখুঁত বর্গ বছর পাওয়া গেছে। আগের নিখুঁত বর্গ বছরটি ছিল ১৯৩৬ সাল, যা প্রায় ৮৯ বছর আগের। তার আগের নিখুঁত বছর ছিল ১৮৪৯ সাল, যা ১৯৩৬ সালের ৮৪ বছর আগের। সামনের দিকে তাকালে দেখা যায়, পরবর্তী সময়ে ৪৬তম নিখুঁত বর্গ বছর হবে ২১১৬ সাল, যা আসবে ৯১ বছর পর।
ইতিহাসে নিখুঁত বর্গ বছরে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। ৩৫তম নিখুঁত বর্গ বছর ছিল ১২২৫ সাল, তখন মধ্যযুগ শীর্ষে ছিল। ইউরোপ ও এশিয়াজুড়ে গণিত, জ্যোতির্বিদ্যা ও স্থাপত্যের অগ্রগতি আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন হয়েছিল সেই বছর। ৪০তম বছরটি ছিল ১৬০০ সাল। সে বছর এনলাইটেনমেন্টের বছর হিসেবে আলোচিত। ষোলো শতক যুক্তি, আবিষ্কার এবং বুদ্ধিবৃত্তিক বৃদ্ধির যুগ হিসেবে পরিচিত। ৪৩তম নিখুঁত বর্গ বছর ছিল ১৮৪৯ সাল। তখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গোল্ড রাশের ঘটনা ঘটেছিল। ৪৪তম নিখুঁত বর্গ বছরে বিশ্ব মহামন্দার মধ্যে থাকলেও গণিত ও বিজ্ঞানে বেশ কিছু অগ্রগতি হয়েছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া