মনে মনে ভেবেই নাড়ানো যাবে কৃত্রিম পা, বাজারে আসবে কবে
মস্তিষ্ক থেকে পাঠানো সংকেত অনুযায়ী নড়াচড়া করতে সক্ষম বায়োনিক পা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা। ফলে মনে মনে চিন্তা করেই শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের মতো এই বায়োনিক পা নাড়ানো যায়। শুধু তা–ই নয়, কৃত্রিম এই পা ব্যবহার করে সিঁড়ি বেয়ে ওঠানামাও করা সম্ভব। ফলে বিভিন্ন দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিরা এই বায়োনিক পা ব্যবহার করে দৈনন্দিন বিভিন্ন কাজ সহজে করতে পারবেন।
বায়োনিক পা মূলত মানুষের পেশি থেকে মস্তিষ্কের সংকেত সংগ্রহ করে থাকে। এ জন্য ব্যবহারকারী শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম পেশি যুক্ত করা হয়। এরপর পেশি নড়াচড়া করার সংকেতকে রোবোটিক প্রযুক্তির উপযোগী করে রূপান্তর করা হয়। ফলে পা নাড়ানোর কথা ভাবলেই রক্তমাংসের পায়ের মতো বায়োনিক পা নিয়ন্ত্রণ করা যায়।
বায়োনিক পায়ের কার্যকারিতা পরীক্ষাও করেছেন বিজ্ঞানীরা। সেখানে দেখা গেছে, বায়োনিক পা ব্যবহার করে দ্রুত হাঁটার পাশাপাশি সিঁড়ি বেয়ে স্বচ্ছন্দে ওঠানামা করতে পারছেন ব্যবহারকারীরা। উঁচু-নিচু পথে পড়ে যাওয়ার ঝুঁকি না থাকায় স্বাভাবিক মানুষের মতোই চলাফেরা করতে পারছেন তাঁরা। আগামী পাঁচ বছরের মধ্যে এই বায়োনিক পা বাণিজ্যিকভাবে বাজারে আনা হতে পারে।
সূত্র: ডেইলি মেইল