মানুষের নাড়ি ও ধমনিতে প্লাস্টিক কণার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা

প্লাস্টিকরয়টার্স

ভয়ানকভাবে প্লাস্টিক দূষণের মুখে পড়ছে পৃথিবী। প্রাণ ও পরিবেশ কেউই যেন রেহাই পাচ্ছে না প্লাস্টিকের থাবা থেকে। মানুষের রক্ত ও বুকের দুধে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের খোঁজ মিলেছে বেশ আগেই। এবার মানুষের নাড়ি ও ধমনিতেও ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের খোঁজ পেয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। মানবস্বাস্থ্যের ওপর মাইক্রোপ্লাস্টিকের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তাঁরা।

নতুন এক গবেষণা চালিয়ে মানুষের ১৭টি ধমনিতে প্লাস্টিকের ব্যাগ ও বোতল তৈরিতে ব্যবহৃত মাইক্রোপ্লাস্টিকের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এসব প্লাস্টিক কণা ধমনির টিস্যুতে জমা হওয়ার পাশাপাশি রক্ত জমাটে বাঁধা দেয়। প্লাস্টিক কণাগুলো স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলতে পারে, তা এখনো অজানা বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন

নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ম্যাথিউ ক্যাম্পেন বলেন, ‘আমরা মানুষের নাড়িতে প্লাস্টিকের উপস্থিতি দেখতে পেয়েছি। নাড়িতে মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব নতুন স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। প্রদাহজনিত অন্ত্রের রোগ থেকে শুরু করে ৫০ বছরের কম বয়সী ব্যক্তিদের কোলন ক্যানসারের জন্য দায়ী মাইক্রোপ্লাস্টিক। এসব কণার কারণে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। ২০২১ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, প্রদাহজনিত অন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিদের মলে ৫০ শতাংশের বেশি মাইক্রোপ্লাস্টিক থাকে।’

সূত্র: দ্য গার্ডিয়ান