পৃথিবী থেকে ৪৭ আলোকবর্ষ দূরে রহস্যময় এক গ্রহের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
বিজ্ঞানীরা এনাইপোশা নামের নতুন একটি গ্রহের খোঁজ পেয়েছেন। ৪৭ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহের ঘন বায়ুমণ্ডল রয়েছে। এতে মিথেন ও কার্বন ডাই–অক্সাইডের মতো গ্যাস রয়েছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। এনাইপোশা গ্রহের বিবর্তন ও বায়ুমণ্ডলীয় রসায়ন গ্রহের বিবর্তন সম্পর্কে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
বিজ্ঞানীরা গ্রহটিকে মিনি–নেপচুন হিসেবে শ্রেণিবদ্ধ করার পক্ষে ছিলেন। পৃথিবী থেকে ৪৭ আলোকবর্ষ দূরে অবস্থিত রহস্যময় এই গ্রহের মূল নাম জিজে ১২১৪ বি। শ্রেণিকরণের জন্য গ্রহটিকে সুপার–ভেনাসের বা শুক্র গ্রহের কাতারে রাখতে আগ্রহী বিজ্ঞানীরা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধারণ করা ছবির তথ্যমতে, গ্রহটিতে হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন ও কার্বন ডাই–অক্সাইডের মতো গ্যাসে পূর্ণ ঘন বায়ুমণ্ডল থাকতে পারে। আর তাই রহস্যময় গ্রহটিকে নতুন একটি শ্রেণিতে রাখতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, এনাইপোশা সাধারণ কোনো গ্রহ নয়। প্রথমে ধারণা করা হয়েছিল গ্রহটি নেপচুনের মতো। তবে এনাইপোশা গ্রহটি ঘন বায়ুমণ্ডলের জন্য বেশ রহস্যময়। কারণ, ভারী কুয়াশা ও অ্যারোসল থাকার কারণে গ্রহটির বায়ুমণ্ডল বিশ্লেষণ করা কঠিন। শুক্র গ্রহের মেঘ রয়েছে, যার কারণে গ্রহটির পৃষ্ঠের ছবি দেখা যায় না। এনাইপোশার বায়ুমণ্ডল তেমনই কুয়াশাচ্ছন্ন।
গ্রহটিতে কার্বন ডাই–অক্সাইড ও মিথেনের মতো জটিল গ্যাস রয়েছে। যে কারণে বিজ্ঞানীরা মনে করছেন, ‘এই গ্রহ মিনি–নেপচুন শ্রেণির হবে না, সুপার–ভেনাসের মতো হতে পারে। আর তাই আমাদের সৌরজগতের সীমানার বাইরে থাকা বিভিন্ন গ্রহের শ্রেণিবিন্যাস নতুন করে তৈরি করতে হতে পারে।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া