মঙ্গল গ্রহে স্পেসএক্সের রকেট পাঠানোর সম্ভাব্য সময় জানালেন ইলন মাস্ক
মঙ্গল গ্রহে মানববসতি গড়তে ভীষণ আগ্রহী স্পেসএক্স, টেসলাসহ খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। মঙ্গল গ্রহে যে করেই হোক মানববসতি তৈরি করতে চান তিনি। শুধু তা-ই নয়, ২০৫৪ সালের মধ্যে মঙ্গল গ্রহে ১০ লাখ মানুষের বসবাসের উপযোগী শহর তৈরির পরিকল্পনার কথাও ইতিমধ্যে জানিয়েছেন আলোচিত এই মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা। এ নিয়ে বিস্তর সমালোচনা হলেও দমে যাওয়ার পাত্র নন তিনি। আর তাই এবার এক্সে দেওয়া একটি পোস্টে মঙ্গল গ্রহে স্পেসএক্সের স্টারশিপ রকেট পাঠানোর সম্ভাব্য সময় জানিয়েছেন ইলন মাস্ক।
মঙ্গল গ্রহে চলা কিউরিওসিটি রোভারের একটি পোস্ট শেয়ার করে এক্সে ইলন মাস্ক জানিয়েছেন, স্টারশিপ আগামী বছরের শেষের দিকে অপটিমাস এক্সপ্লোরার রোবট নিয়ে মঙ্গলের উদ্দেশে রওনা দেবে বলে আশা করা হচ্ছে। এর আগে আরেক ঘোষণায় মাস্ক স্পেসএক্সের মঙ্গল মিশনের জন্য উচ্চাভিলাষী সময়সূচি প্রকাশ করেছিলেন। সে সময়সূচি অনুযায়ী, রোবট অবতরণ সফল হলে ২০২৯ সালের প্রথম দিকে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো শুরু হতে পারে। যদিও তাঁর ভাষ্যে, ২০৩১ সালই হচ্ছে মঙ্গলজয়ের বাস্তবসম্মত সময়।
সম্প্রতি স্টারশিপের একটি রকেট পরীক্ষার সময় বিস্ফোরিত হয়। এর ফলে স্পেসএক্সের মাধ্যমে মঙ্গল গ্রহে ইলন মাস্কের মানববসতি তৈরির উচ্চাকাঙ্ক্ষা কিছুটা পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সেই ব্যর্থতা পেছনে ফেলে মঙ্গল গ্রহে স্পেসএক্সের স্টারশিপ রকেট পাঠানোর সম্ভাব্য সময় জানালেন ইলন মাস্ক।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া