এনসিসিএর নতুন কমিটি গঠিত
ইজাজুল হককে আহ্বায়ক ও মো. মুশফিকুর রহমানকে সদস্যসচিব করে ২০২৪-২৫ মেয়াদের নতুন কমিটি গঠন করেছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন ‘সাইবার নিরাপত্তা সচেতনতা জাতীয় কমিটি (এনসিসিএ)’। ১১ সদস্যের নতুন এ কমিটি দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলতে কাজ করবে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনসিসিএ।
কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার রাশনা ইমাম, রহিমআফরোজের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. আনিসুর রহমান, ইউওয়াই সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা এ রহমান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. মারুফ হাসান, প্রযুক্তিপ্রতিষ্ঠান সফোসের কান্ট্রি ম্যানেজার আবুল হাসনাত, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. সাইমুম রেজা তালুকদার, যমুনা ব্যাংকের প্রযুক্তি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল হাছান, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহসভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন ও সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজ।