নিলামে স্টিভ জবসের সই করা চেক

স্টিভ জবসরয়টার্স

অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্মৃতিবিজড়িত বিভিন্ন পণ্য স্মারক হিসেবে রাখার ব্যাপারে আগ্রহী ব্যক্তির সংখ্যা কম নয়। তাই স্টিভ জবসের হাতে তৈরি প্রথম অ্যাপল কম্পিউটারের নিলাম হয়েছে বহুবার। এবার স্টিভ জবসের সই করা ১০ ডলারের একটি চেক অনলাইনে নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন।

আরআর অকশনের তথ্যমতে, হাতে লেখা চেকটি ১৯৭৬ সালের ১৬ জুলাই ইলমার ইলেকট্রনিকস নামের একটি প্রতিষ্ঠানকে দিয়েছিলেন স্টিভ জবস। নিলামে তোলা চেকটির মূল্য ২৫ হাজার মার্কিন ডলার বা ৩০ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা ধরে) পর্যন্ত উঠতে পারে। নিলামে এরই মধ্যে চেকটির মূল্য ১২ হাজার ৬৫০ ডলার বা সাড়ে ১১ লাখ টাকা পর্যন্ত উঠেছে।

আরও পড়ুন

উল্লেখ্য, চার দশক আগে বাড়ির গ্যারেজে স্টিভ জবস এবং ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে তাঁরা তৈরি করেন ‘অ্যাপল-১’ কম্পিউটার।