গতকাল সোমবার (বাংলাদেশ সময় রাত ১১টা) থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে শুরু হয়েছে অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস সম্মেলন (ডব্লিউডব্লিউডিসি)। ডেভেলপারদের জন্য আয়োজিত বার্ষিক এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির হেডসেটসহ নানা পণ্য ও সেবা আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। সম্মেলনের উল্লেখযোগ্য মুহূর্তের কিছু ছবি দেখে নেওয়া যাক—
অ্যাপল পার্কের খোলা ময়দানে আয়োজিত ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস সম্মেলনে অতিথিরা।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।
প্রথম দেখায় বিশালাকার ল্যাপটপ বলে ভুল হতেই পারে। কিন্তু তা নয়, মঞ্চ ও পেছনের পর্দার (ব্যাকড্রপ) মাধ্যমে নতুন ম্যাকবুক এয়ারের আবহ তুলে ধরা হয়েছে।
ম্যাকবুক এয়ারের উল্লেখযোগ্য দিকগুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক।
সম্মেলনে অ্যাপলপ্রেমীদের উদ্দেশে বিজয় চিহ্ন দেখাচ্ছেন টিম কুক।
এক ভক্তের সঙ্গে ছবি তুলছেন টিম কুক
অ্যাপলের তৈরি ‘ভিশন প্রো’ হেডসেট
‘ভিশন প্রো’ হেডসেট দেখতে দর্শনার্থীদের ভিড়