প্রযুক্তির এই দিনে: ২৩ এপ্রিল
ইউটিউবে প্রথম ভিডিও প্রকাশিত
ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে প্রথম ভিডিও প্রকাশ করা হয়। ‘মি অ্যাট দ্য জু’ শিরোনামের ১৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিও প্রকাশ (আপলোড) করেন ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা জাভেদ করিম।
২৩ এপ্রিল ২০০৫
ইউটিউবে প্রথম ভিডিও প্রকাশ করলেন জাভেদ করিম
ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে প্রথম ভিডিও প্রকাশ করা হয়। চিড়িয়াখানায় আমি (মি অ্যাট দ্য জু) শিরোনামের ১৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিও প্রকাশ (আপলোড) করেন ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি-জার্মান বংশোদ্ভূত জাভেদ করিম। তখন তাঁর বয়স ছিল ২৫ বছর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো চিড়িয়াখানায় দুটি হাতির সামনে দাঁড়িয়ে ভিডিও করেছিলেন জাভেদ করিম। জাভেদের স্কুলের বন্ধু ইয়াকভ ল্যাপিৎস্কি ভিডিওটি ধারণ করেছিলেন।
সাংবাদিকেরা ‘মি অ্যাট দ্য জু’ ভিডিওকে ইউটিউবের একটি শৌখিন আধেয় (কনটেন্ট) হিসেবে গণ্য করেন। বিজনেস ইনসাইডার এটিকে এই ওয়েবসাইটের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হিসেবে চিহ্নিত করেছে। সার্বিকভাবে ‘মি অ্যাট দ্য জু’ সার্বিকভাবে ইউটিউবের বৈশিষ্ট্যের প্রতীকী ভিডিও হিসেবে পরিচিতি পেয়েছে। সংবাদমাধ্যম বাজফিড নিউজ এটিকে সর্বকালের ২০টি গুরুত্বপূর্ণ অনলাইন ভিডিওর তালিকায় রেখেছে। এটি ইউটিউবের প্রথম ভিডিও ব্লগ বা ভ্লগ হিসেবেও বর্ণনা করা হয়। ইউটিউবে ‘মি অ্যাট দ্য জু’ এখন পর্যন্ত ৩১ কোটি ৭০ লাখ বার দেখা হয়েছে।
২০০৫ সালে পেপ্যালের তিন সাবেক কর্মী—চ্যাড হার্লি, স্টিভ চ্যান ও জাভেদ করিমের হাতে ইউটিউব প্রতিষ্ঠিত হয়।
২৩ এপ্রিল ১৯৬৪
অবসরে গেল এসইএসি কম্পিউটার
নির্মাণের ১৫ বছর পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যান্ডার্ডস তাদের এসইএসি (স্ট্যান্ডার্ডস ইস্টার্ন অটোমেটিক কম্পিউটার) যন্ত্রকে অবসরে পাঠায়। গবেষণাগারে কম্পিউটারের যন্ত্রাংশ ও সিস্টেমের মান নির্ধারণের জন্য ওয়াশিংটনে এসইএসি নির্মাণ করা হয়েছিল। এসইএসি ছিল প্রথম কম্পিউটার, যেটাতে পুরোপুরি ডায়োড–নির্ভর লজিক ব্যবহার করা হয়েছিল। সেই সময়ে ভ্যাকুয়াম টিউবের চেয়ে ডায়োড বেশি বিশ্বস্ত প্রযুক্তি ছিল। এসইএসি ছিল যুক্তরাষ্ট্রে প্রোগ্রাম সংরক্ষণ করার প্রথম কম্পিউটার। তথ্য সংরক্ষণের জন্য এতে ম্যাগনেটিক টেপের এক্সটারনাল স্টোরেজ ইউনিট ছিল। ম্যাগনেটিক টেপে প্রোগ্রামিং তথ্য, সাংকেতিক, গাণিতিক উপাত্ত ও এসবের ফলাফল সংরক্ষণ করা যেত।