দুনিয়া-কাঁপানো ৫ দিন: ওপেনএআই ও স্যাম অল্টম্যানের ঘটনাপ্রবাহ
গত সপ্তাহের পাঁচটি দিন প্রযুক্তি–দুনিয়ায় ওপেনএআই, স্যাম অল্টম্যান আর মাইক্রোসফট নিয়ে নানা ধরনের আলোচনা, বিশ্লেষণ হয়েছে। এই দিনগুলো রহস্যে আবর্তিত সিনেমার মতোই যেন। প্রতিদিনই নতুন নতুন ঘটনার জন্ম হয়েছে। পরের দিনই ঘুরে গেছে ঘটনার মোড়। আপাতদৃষ্টে এই নাটকীয়তার শেষ হয়েছে স্যাম অল্টম্যানের আবার চ্যাটজিপিটিতে ফিরে আসার মাধ্যমে। ফিরে দেখা যাক এই পাঁচ দিনের ঘটনাপ্রবাহ—
১৬ নভেম্বর: একটি বার্তা ও ঘটনার সূত্রপাত
ঘটনার সূত্রপাত ১৬ নভেম্বর। একটি খুদে বার্তার মাধ্যমে। এদিন চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান পরের দিনের (১৭ নভেম্বর) একটি সভা আয়োজনের বার্তা পান। বার্তাটি পাঠিয়েছিলেন ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী ও সহপ্রতিষ্ঠাতা ইলিয়া সুটস্কেভার।
১৭ নভেম্বর: নাটকীয়তার শুরু
ওপেনএআই এক ব্লগে জানায়, বোর্ডের (পরিচালনা পর্ষদ) সদস্যরা কয়েক দফায় পর্যালোচনা করে স্যাম অল্টম্যানকে ওপেনএআইয়ে না রাখার সিদ্ধান্তে পৌঁছেছেন। বোর্ড সদস্যদের সঙ্গে স্যামের যোগাযোগের ঘাটতি ছিল। এ দায়িত্ব তিনি ঠিকভাবে পালন করেননি। বোর্ড মনে করে, স্যাম অল্টম্যান ওপেনএআইকে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা হারিয়েছেন।
১৭ নভেম্বর: স্যাম অল্টম্যানের এক্স বার্তা
স্যাম অল্টম্যান সেদিন (১৭ নভেম্বর) এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় লেখেন, ‘ওপেনএআইয়ে কাটানো সময় খুব ভালো ছিল। বিশ্বে অনেক কিছুরই পরিবর্তন হয়। তেমনি এটা আমার ব্যক্তিগত জীবনের একটা পরিবর্তন। ওপেনএআইয়ে আমি অনেক প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি, এটা অনেক ভালো লাগার। আমার পরবর্তী গন্তব্য সম্পর্কে পরে জানাব।’
স্যাম অল্টম্যানকে পদচ্যুত করার ঘটনায় এদিনই ওপেনএআই থেকে পদত্যাগের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান।
১৮ নভেম্বর: গণপদত্যাগের হুমকি
স্যাম অল্টম্যানকে পদচ্যুত করার ঘটনায় ওপেনএআইয়ের আরও তিন জ্যেষ্ঠ গবেষক পদত্যাগ করেন। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা ওপেনএআইয়ের বোর্ডকে অল্টম্যানের পুনর্বহালের জন্য চাপ দেওয়া শুরু করে। এদিকে অল্টম্যানকে ফিরিয়ে না আনলে অনেক কর্মী গণপদত্যাগের হুমকি দেন।
১৯ নভেম্বর: ওপেনএআইয়ে স্যামের ফিরে আসার গুঞ্জন
স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যান এদিন অন্তর্বর্তীকালীন সিইও মীরা মুরাতির আমন্ত্রণে সাড়া দিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনার জন্য ওপেনএআইয়ের সদর দপ্তরে পৌঁছান। দ্য ভার্জের একটি প্রতিবেদন অনুসারে, ওপেনএআইয়ে ফিরে আসার জন্য অল্টম্যান শর্তও দেন। এদিনই লাইভ ভিডিও স্ট্রিমিং সেবা টুইচের সহপ্রতিষ্ঠাতা এমমেট শিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হন। ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ কর্মীদের উদ্দেশে সেদিনই এক বিজ্ঞপ্তিতে জানায়, স্যাম অল্টম্যান ওপেনএআইয়ে যোগ দেবেন না।
২০ নভেম্বর: মাইক্রোসফটে স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যান
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এক বিবৃতিতে জানান, ‘স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যান মাইক্রোসফটে যোগ দিতে যাচ্ছেন, এ কথা জানাতে পেরে আমি ভীষণ আনন্দিত। তাঁরা মাইক্রোসফটে কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত (এআই) একটি আধুনিক গবেষণা দলের নেতৃত্ব দেবেন।’ সত্য নাদেলা জানান, সাফল্য পাওয়ার জন্য তাঁদের (স্যাম ও গ্রেগ) যা প্রয়োজন, মাইক্রোসফটের পক্ষে দ্রুত তা সরবারহ করা হবে।
এদিনই খোলাচিঠিতে ওপেনএআইয়ের কর্মীরা মোটাদাগে দুটি দাবি তোলেন। এক. প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যদের পদত্যাগ করতে হবে। দুই. চাকরি খোয়ানো প্রধান সিইও স্যাম অল্টম্যান এবং পদত্যাগ করা প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যানকে ওপেনএআইয়ে ফেরাতে হবে। প্রতিষ্ঠানটির কর্মীরা জানিয়েছেন, এই দাবিগুলো মানা না হলে ওপেনএআইয়ের ৭০০ কর্মীর প্রায় সবাই পদত্যাগ করতে পিছপা হবেন না। প্রয়োজনে তাঁরা স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের সঙ্গে মাইক্রোসফটে যোগ দেবেন।
২১ নভেম্বর: অবশেষে ফিরে আসা
পদচ্যুত হওয়ার পাঁচ দিন পর আবার নিজ পদে ওপেনএআইয়ে ফিরে আসেন স্যাম অল্টম্যান। তাঁর ফিরে আসা নিয়ে এক্সে একটি ঘোষণা দেয় ওপেনএআই।