অনলাইনে অদল-বদল করা যাবে ল্যাপটপ ও কম্পিউটার
অনলাইনে পুরোনো ল্যাপটপ ও কম্পিউটার অদল-বদলের সুযোগ দিতে ‘এক্সচেঞ্জকরি’ নামের প্ল্যাটফর্ম চালু করেছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। প্ল্যাটফর্মটিতে অদল-বদলের পাশাপাশি বিক্রয়োত্তর সুবিধাসহ পুরোনো ল্যাপটপ ও কম্পিউটার কেনাও যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড।
পুরোনো ল্যাপটপ ও কম্পিউটার অদল-বদলের জন্য প্ল্যাটফর্মটিতে প্রথমেই যন্ত্রের বর্তমান অবস্থার ছবি যুক্ত করে প্রয়োজনীয় তথ্য উল্লেখ দিতে হবে। পণ্যের মান যাচাই করে প্রথমেই একটি বিক্রয় মূল্য নির্ধারণ করে দেবে এক্সচেঞ্জকরি কর্তৃপক্ষ। ফলে পণ্যটি নির্দিষ্ট দামে বিক্রির পাশাপাশি প্ল্যাটফর্মে থাকা অন্য পণ্য একই দামে অথবা বাড়তি টাকা খরচ করে কেনা যাবে। পুরোনো ল্যাপটপ বা কম্পিউটারে বিক্রয়োত্তর সুবিধার মেয়াদ না থাকলে কম খরচে সেগুলোর কারিগরি সেবা পাওয়া যাবে প্ল্যাটফর্মটিতে।
এক্সচেঞ্জকরি প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ জানিয়েছেন, বাংলাদেশে সাধারণ ও করপোরেট পর্যায়ে ৮০ লাখের বেশি পুরোনো ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার রয়েছে। এক্সচেঞ্জকরি প্ল্যাটফর্ম পুরোনো ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারগুলো পুনরায় ব্যবহারের জন্য কাজ করছে। এর ফলে কম দামে সচল পুরোনো ল্যাপটপ ও কম্পিউটার কেনা যাবে, পরিবেশের ক্ষতি কম হবে। পণ্যের মান ঠিক রাখতে নির্দিষ্ট আউটলেট থেকে সেবা দেওয়ার পাশাপাশি হোম সার্ভিসও দেওয়া হবে।