স্মার্টফোনে মাইক্রোসফটের ব্যর্থতার মূল কারণ কী, বললেন অ্যান্ড্রয়েডের সহপ্রতিষ্ঠাতা

বিল গেটস (বায়ে) ও রিচ মাইনারছবি: নিউজ১৮ ডটকম ও উইকিমিডিয়া

অ্যান্ড্রয়েড এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। তবে বিশ্লেষকরা মনে করেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে এই শীর্ষ অবস্থান হয়তো মাইক্রোসফটের দখলে থাকত। সম্প্রতি অ্যান্ড্রয়েডের সহপ্রতিষ্ঠাতা রিচ মাইনার জানিয়েছেন, মাইক্রোসফটের একচেটিয়া আধিপত্য ঠেকাতেই অ্যান্ড্রয়েডের জন্ম। তাঁর ভাষ্য, মাইক্রোসফট যেন পারসোনাল কম্পিউটার বা পিসির মতো মোবাইল খাতও দখল করতে না পারে, সে লক্ষ্যেই তিনি অ্যান্ড্রয়েড তৈরি করেছিলেন।

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস অবশ্য একাধিকবার বলেছেন, মোবাইল খাতে সঠিক সময়ে প্রবেশ করতে না পারা তাঁর জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। এই ভুলের কারণে মাইক্রোসফট প্রায় ৪০ হাজার কোটি মার্কিন ডলার বাজারমূল্য হারিয়েছে বলে তিনি মনে করেন। বিভিন্ন সাক্ষাৎকারে গেটস বারবার এই ব্যর্থতার জন্য দুঃখপ্রকাশ করেছেন।

তবে রিচ মাইনার এই ব্যর্থতাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ‘আমি অ্যান্ড্রয়েড তৈরি করেছিলাম মাইক্রোসফটকে মোবাইল খাতের নিয়ন্ত্রণ নিতে বাধা দিতে। তারা পিসির মতো মোবাইলেও উদ্ভাবনের পথ বন্ধ করে দিতে পারত। তাই যখন গেটসের মুখে মোবাইল নিয়ে আক্ষেপ শুনি, তা আমার কাছে বেশ মজার লাগে।’

২০০২ সালে অরেঞ্জ ও এইচটিসির সঙ্গে কাজ করে রিচ মাইনার প্রথম উইন্ডোজভিত্তিক স্মার্টফোন ‘অরেঞ্জ এসপিভি’ তৈরি করেন। কিন্তু পরে মাইক্রোসফট নিজেদের মোবাইল অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন নিয়ে কাজ শুরু করে। তখন ধারণা করা হতো, উইন্ডোজের এই প্ল্যাটফর্ম আইফোনের সঙ্গে প্রতিযোগিতায় টেক্কা দিতে পারবে। তবে গুগলের সঙ্গে রিচ মাইনারের দূরদর্শী পরিকল্পনা সময়ের প্রেক্ষাপটে সব হিসাব পাল্টে দেয়। ২০১০ সালের পর অ্যান্ড্রয়েড দ্রুত বাজারের দখল নিতে শুরু করে এবং এখন অ্যান্ড্রয়েড বিশ্বের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটিং সিস্টেম। অ্যাপলের আইওএস রয়েছে দ্বিতীয় অবস্থানে।

বিশ্লেষকরা মনে করেন, মাইক্রোসফট অ্যান্ড্রয়েড কিনে নিলে বা রিচ মাইনারের সঙ্গে অংশীদারত্ব করলে আজকের স্মার্টফোন বাজারের চিত্র হয়তো ভিন্ন হতো। উইন্ডোজ ফোনের সম্ভাবনা ছিল ব্যাপক। নকিয়ার লুমিয়া সিরিজের মাধ্যমে আংশিক সফলতায় তার প্রমাণও মেলে। কিন্তু সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় মাইক্রোসফট এবং নকিয়া স্মার্টফোন বাজারে তাদের অবস্থান হারায়। ২০১৪ সালে মাইক্রোসফট তাদের নকিয়া অংশীদারত্ব বিক্রি করে দেয়। বর্তমানে নকিয়া ব্র্যান্ডের ফিচার ফোন উৎপাদন করছে ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল। তবে স্মার্টফোন বাজারে তারা নিজেদের ব্র্যান্ড ব্যবহার করছে।
সূত্র: নিউজ১৮ ডটকম