তৈরি হলো বিশ্বের প্রথম স্পর্শনির্ভর ত্রিমাত্রিক হলোগ্রাম
‘আয়রনম্যান ২’ বা বিভিন্ন বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর সিনেমায় আমরা বিভিন্ন ত্রিমাত্রিক (থ্রিডি) প্রযুক্তির ব্যবহার দেখেছি। ২০১০ সালে ‘আয়রনম্যান’ সিনেমায় টনি স্টার্ক ভার্চ্যুয়াল ত্রিমাত্রিক হলোগ্রাম প্রযুক্তির দারুণ এক নিদর্শন দেখিয়েছিলেন। এবার সিনেমায় দেখা সেই প্রযুক্তির আদলে বিশ্বের প্রথম স্পর্শনির্ভর ত্রিমাত্রিক হলোগ্রাম তৈরি করেছেন স্পেনের পাবলিক ইউনিভার্সিটি অব নাভাররার একদল বিজ্ঞানী। ইলাস্টিক ডিফিউজার স্ট্রিপ ব্যবহার করে তৈরি ত্রিমাত্রিক হলোগ্রামটি হাত দিয়ে অনুভবও করা যাবে বলে দাবি করেছেন তাঁরা।
হলোগ্রাম সাধারণত সুইপ্ট ভলিউমেট্রিক ডিসপ্লে ব্যবহার করে তৈরি করা হয়। যার অর্থ প্রতি সেকেন্ডে প্রায় তিন হাজার বার বিভিন্ন উচ্চতায় একটি শক্ত স্পন্দিত পৃষ্ঠের ওপর চিত্র প্রক্ষেপণ করা হয়। একে বিজ্ঞানের ভাষায় ডিফিউজার বলা হয়। এর ফলে বিশেষ চশমা ছাড়াই ত্রিমাত্রিক বস্তু দেখা যায়। ডিফিউজার এত দ্রুত চলে, যা মানুষের চোখে প্রায় অদৃশ্য থাকে।
বিজ্ঞানীদের তথ্যমতে, ফ্লেক্সিবল সিস্টেম তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত উপাদান হিসেবে ইলাস্টিক ব্যান্ড বেছে নেওয়া হয়েছে। এর ফলে স্পর্শনির্ভর স্মার্টফোনের পর্দায় যেভাবে ত্রিমাত্রিক ছবি দেখা যায় ঠিক সেভাবে ত্রিমাত্রিক হলোগ্রাম দেখার সময় স্পর্শ করা সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, হলোগ্রাফি হচ্ছে এমন একধরনের ফটোগ্রাফিক প্রযুক্তি, যা কোনো বস্তুর ত্রিমাত্রিক ছবি তৈরিতে ব্যবহার করা হয়। এ প্রযুক্তিতে তৈরি করা ত্রিমাত্রিক ছবি ‘হলোগ্রাম’ নামে পরিচিত।
সূত্র: নিউ অ্যাটলাস