থ্রি-ডি (ত্রিমাত্রিক) প্রিন্টার দিয়ে মায়ের জন্য ফুল বানানোর পর এবার নিজের জন্য ত্রিমাত্রিক হেলমেট তৈরি করেছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের বড় মেয়ে ম্যাক্সিমা চ্যান জাকারবার্গ, ম্যাক্স নামেই যে পরিচিত। রং পছন্দের পাশাপাশি হেলমেটটির নকশা নিজেই করেছে ছয় বছর বয়সী ম্যাক্স।
নিজের ফেসবুক প্রোফাইলে হেলমেট পরা ম্যাক্সের আনন্দঘন মুহূর্তের ছবি পোস্ট করে মার্ক জাকারবার্গ জানান, ম্যাক্সের থ্রি-ডি প্রিন্টিং পোশাক তৈরির প্রথম পর্ব সম্পন্ন হয়েছে।
সম্প্রতি জাকারবার্গ ও ম্যাক্সকে থ্রি-ডি প্রিন্টারের ব্যবহার শেখান জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘এমিলি দ্য ইঞ্জিনিয়ার’-এর এমিলি। হাতের কাছে থ্রি-ডি প্রিন্টার পেয়ে প্রথমেই মায়ের জন্য একটি ত্রিমাত্রিক ফুল তৈরি করে ম্যাক্স। সে সময় নিজের জন্য সুপারহিরোর পোশাক তৈরির ইচ্ছার কথা জানিয়েছিল ম্যাক্স।