স্মার্টফোনের পর্দার তথ্য বিশ্লেষণ করবে গুগল ম্যাপস, কেন

গুগল ম্যাপসগুগল

গুগল ম্যাপসে গন্তব্যের পথনির্দেশনা, রাস্তার যানজটের হালনাগাদ তথ্য দেখার পাশাপাশি ভ্রমণের সম্ভাব্য স্থানের তালিকা তৈরি করে অন্যদের পাঠানো যায়। এর ফলে দলগত ভ্রমণের সময় নির্দিষ্ট স্থান থেকে অন্য ব্যক্তিরা দলের সঙ্গে যুক্ত হতে পারেন। এবার ভ্রমণের পরিকল্পনা সহজ করতে ব্যবহারকারীদের ফোনের পর্দার স্ক্রিনশটের তথ্য বিশ্লেষণ করে আশপাশে থাকা ভ্রমণের সম্ভাব্য স্থানের তালিকা দেখাবে গুগল ম্যাপস। নতুন এ সুবিধা গুগল ম্যাপসের সার্চ ও হোটেল সার্ভিস অপশনে যুক্ত করা হবে।

গুগলের স্ক্রিনশট বিশ্লেষণ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের ফোনের পর্দার স্ক্রিনশটের আশপাশে থাকা ভ্রমণের স্থানগুলো পরিচিত ব্যক্তিরাও দেখতে পারবেন। এর ফলে সবার মতামত নিয়ে ভ্রমণের পরিকল্পনা করা যাবে। প্রাথমিকভাবে এই সুবিধা যুক্তরাষ্ট্রে বসবাসকারী আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে শিগগিরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনেও সুবিধাটি যুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল।

এ ছাড়া গুগল লেন্সের এআই ওভারভিউ সুবিধা হিন্দি, ইন্দোনেশীয়, জাপানি, কোরীয়, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় চালু করা হবে বলে জানিয়েছে গুগল। অন্যদিকে গুগল ফ্লাইটসে থাকা মূল্য ছাড়ের নোটিফিকেশন সুবিধা এবার গুগলের হোটেল সার্চেও যুক্ত করা হবে। সুবিধাটি কাজে লাগিয়ে নির্দিষ্ট তারিখ ও গন্তব্যে যাওয়ার আগে সেখানকার বিভিন্ন হোটেলের মূল্য ছাড়ের হালনাগাদ তথ্য জানা যাবে।

সূত্র: দ্য ভার্জ