কাজে মনোযোগ বাড়ানোর রহস্য কী, জানালেন মার্ক জাকারবার্গ

মার্ক জাকারবার্গএএফপি

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও থ্রেডস অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। বয়স মাত্র ৪০ বছর হলেও বিশ্বের সেরা ধনীদের একজন তিনি। প্রতিদিন শত কাজে ব্যস্ত থাকার পরও নিজের পরিবারকে যথেষ্ট সময় দেন জাকারবার্গ। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সার্ফিং মজার। লড়াই করাও বেশ মজার। যেকোনো জিনিস তৈরি করা সত্যিই মজার। আমি যা করি, তা নিয়েই শুধু আমি চিন্তা করি।’ ব্যক্তিগত শখ থাকার পাশাপাশি নিজের জন্য আলাদা সময় কাটালে কাজে ফিরে যাওয়া সহজ হয় বলে মনে করেন মার্ক জাকারবার্গ।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, দৈনন্দিন ব্যস্ততার ভিড়ে নিজেকে স্থির রাখতে শখকে বেশ গুরুত্ব দেন জাকারবার্গ। আর তাই তো প্রতিদিন কঠোর পরিশ্রমের পাশাপাশি নিয়মিত মার্শাল আর্ট অনুশীলন করেন তিনি। আবার বিশ্বের সবচেয়ে দামি গবাদিপশু পালনের শখও আছে তাঁর। এসব কাজের মাধ্যমে পরবর্তী কর্মদিবসের জন্য নিজেকে প্রস্তুত করেন জাকারবার্গ।

আরও পড়ুন

একঘেয়ে ধূসর রঙের টি–শার্ট পরার কারণে কিছুটা অসামাজিক হিসেবে খ্যাত জাকারবার্গ এখন নিজেকে বেশ সামাজিক করে তুলেছেন। গত কয়েক বছরে তাঁর মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। নিজের জীবনের বিভিন্ন দিক সবার সামনে তুলে ধরেছেন তিনি। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে সানগ্লাস পরে জেমস বন্ডরূপে সার্ফিং করতেও দেখা গেছে জাকারবার্গকে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুন