স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠানোর সুযোগ বাড়াতে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যাপল
আইফোন থেকে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিপৎসংকেত পাঠানোর সুযোগ বাড়াতে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে অ্যাপল। নতুন এ পরিকল্পনার আওতায় আইফোনে ইমার্জেন্সি এসওএস সুবিধা দিতে ব্যবহৃত স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্লোবালস্টারে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যাপল। অ্যাপলের এই বিনিয়োগ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক গ্লোবালস্টারের শেয়ারের মূল্য ৩০ শতাংশের বেশি বেড়েছে।
ইমার্জেন্সি এসওএস নামের সুবিধা কাজে লাগিয়ে আইফোনে মোবাইল ও ওয়াইফাই নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের সংযোগ ব্যবহার করে জরুরি বিপৎসংকেত পাঠানোর সুযোগ মিলে থাকে। ফলে ব্যবহারকারীরা বিপদের সময় আইফোনে এসওএস সুবিধা চালু করে সংকেত পাঠালেই সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন দেশের স্থানীয় উদ্ধারকারী দলের কাছে পৌঁছে যায়। এর ফলে তাঁরা দ্রুত আইফোন ব্যবহারকারীদের উদ্ধার করতে পারেন।
জানা গেছে, বিনিয়োগ চুক্তির আওতায় গ্লোবালস্টারকে স্যাটেলাইট প্রযুক্তি সম্প্রসারণে ১১০ কোটি ডলার নগদ পরিশোধ করবে অ্যাপল। পাশাপাশি অ্যাপল গ্লোবালস্টারের ২০ শতাংশ শেয়ার ৪০ কোটি ডলারে কিনে নেবে। বিনিয়োগের বিষয়টি স্বীকার করে গ্লোবালস্টার জানিয়েছে, বিনিয়োগের পর স্যাটেলাইটের নেটওয়ার্ক সক্ষমতার ৮৫ শতাংশই অ্যাপলের জন্য বরাদ্দ করা হবে। চূড়ান্ত চুক্তিটি আগামী মঙ্গলবার সম্পন্ন হতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস