টুইটারের আদলে অ্যাপ আনছে মেটা

টুইটারের বিকল্প অ্যাপ চালু করতে যাচ্ছে মেটারয়টার্স

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের বিকল্প অ্যাপ চালু করতে যাচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। খুদে বার্তা আদান-প্রদানের অ্যাপটিতে টুইটারের মতোই ছবি, ভিডিও এবং লিংক যুক্ত করে বার্তা পোস্ট করা যাবে। শুধু তা–ই নয়, পোস্টে অন্য ব্যবহারকারীরা মন্তব্য করার পাশাপাশি প্রতিক্রিয়াও জানাতে পারবেন। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর অ্যাপটির কার্যকারিতা পরখ করছে মেটা।

ছবি ও ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের নিয়ন্ত্রণে অ্যাপটির কার্যক্রম পরিচালনা করা হবে। ফলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করেই অ্যাপটিতে প্রবেশ করা যাবে। তবে চাইলে অ্যাপটি আলাদাভাবে ব্যবহার করা যাবে। অর্থাৎ ইনস্টাগ্রামে প্রবেশ না করেও ব্যবহার করা যাবে অ্যাপটি। ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন

ইনস্টাগ্রামের আদলে তৈরি হলেও অ্যাপটির ফিড ছবি বা ভিডিওনির্ভর না করে লেখাভিত্তিক করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা সহজেই পরিচিতদের বার্তা দেখতে পারবেন। মডারেশন–সুবিধা থাকায় নিজেদের পোস্টে কোন কোন ব্যক্তি মতামত বা প্রতিক্রিয়া জানাতে পারবেন, তা আগেই নির্ধারণ করে দেওয়া যাবে। এমনকি টুইটারের আদলে পছন্দের ব্যক্তিদের অ্যাকাউন্ট অনুসরণও করা যাবে অ্যাপটিতে।

আরও পড়ুন

গত বছরের অক্টোবরে ইলন মাস্ক টুইটার কেনার পর থেকেই বিভিন্ন হঠকারী সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বেশ কিছু নতুন নিয়ম চালু করেছেন টুইটারে। পরিচালনা পদ্ধতিতেও আনা হয়েছে পরিবর্তন। আর তাই টুইটার ছেড়ে অন্য প্ল্যাটফর্ম ব্যবহার করছেন অনেকেই। ফলে মেটার অ্যাপটি শিগগিরই টুইটারের বিকল্প হিসেবে পরিচিতি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: গ্যাজেটস নাউ