২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম বিনা মূল্যে হালনাগাদের সুযোগ বন্ধ হচ্ছে

বিনা মূল্যে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম হালনাগাদের সুযোগ বন্ধ করছে মাইক্রোসফটছবি: রয়টার্স

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদই বটে। বর্তমানে বিনা মূল্যে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম হালনাগাদ করা গেলেও ভবিষ্যতে এ সুযোগ আর পাওয়া যাবে না বলে জানিয়েছে মাইক্রোসফট। অর্থের বিনিময়ে মাইক্রোসফটের ক্লাউড সেবা ‘উইন্ডোজ ৩৬৫’ ব্যবহার করলেই শুধু উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম হালনাগাদ করা যাবে। ধারণা করা হচ্ছে, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ব্যবহারে বাধ্য করতেই এ সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

গত এপ্রিল মাসে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য নতুন কোনো সংস্করণ উন্মুক্ত না করার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। নতুন সংস্করণ উন্মুক্ত না করার পাশাপাশি ভবিষ্যতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম থেকে নিজেদের নিরাপত্তা সমর্থন প্রত্যাহার করা হতে পারে বলেও জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এবার নতুন এক ব্লগ বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবরের পর বিনা মূল্যে অপারেটিং সিস্টেমটি আর হালনাগাদ করা যাবে না। সমস্যা সমাধানে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শও দিয়েছে তারা।

ব্লগ পোস্টে বলা হয়েছে, উইন্ডোজ ১০–এর জন্য সহায়তা সেবা বন্ধ হচ্ছে। বাগ সমস্যা, নিরাপত্তাত্রুটি, টাইম জোন হালনাগাদ অথবা যেকোনো প্রযুক্তিসহায়তা দেবে না মাইক্রোসফট। ফলে অপারেটিং সিস্টেমটিতে আর নিরাপত্তা হালনাগাদ পাওয়া যাবে না। তবে ‘উইন্ডোজ ৩৬৫’-এর বার্ষিক সাবস্ক্রিপশন কিনলে এক্সটেনডেড সিকিউরিটি আপডেটস (ইএসইউ) সুবিধা পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০১৫ সালে বাজারে আসা উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়। আর তাই ২০২১ সালের অক্টোবর মাসে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করা হলেও অনেকেই হালনাগাদ অপারেটিং সিস্টেমটি ব্যবহার করেন না।
সূত্র: গ্যাজেটস নাউ