স্মার্টফোন লক থাকলেও মুখের কথায় ফোনকল করে দেবে জেমিনি চ্যাটবট, বার্তাও পাঠাবে

জেমিনি চ্যাটবটের মাধ্যমে লক করা স্মার্টফোন থেকে নির্দিষ্ট ব্যক্তিকে ফোনকল করার পাশাপাশি বার্তাও পাঠানো যাবেরয়টার্স

নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। ‘মেক কলস অ্যান্ড সেন্ড মেসেজেস উইদাউট আনলকিং’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে মুখের কথায় লক করা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে নির্দিষ্ট ব্যক্তিকে ফোনকল করার পাশাপাশি বার্তা পাঠানো যাবে। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা মুখের কথায় জেমিনি চ্যাটবটের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিকে ফোনকল করাসহ বার্তা পাঠাতে পারবেন।

জেমিনি চ্যাটবটের মাধ্যমে ফোন আনলক না করে ফোনকল করাসহ বার্তা পাঠানোর জন্য অবশ্যই ‘মেসেজেস অ্যান্ড ফোন জেমিনি এক্সটেনশন’ ব্যবহার করতে হবে। এরপর জেমিনি অ্যাপে প্রবেশ করে প্রোফাইলে ক্লিক করতে হবে। এবার সেটিংস অপশন থেকে ‘জেমিনি অন লক স্ক্রিন’ অপশনে ক্লিক করে ‘মেক কলস অ্যান্ড সেন্ড মেসেজেস উইদাউট আনলকিং’ সুবিধাটি চালু করলেই মুখের কথায় ফোনকলসহ বার্তা পাঠানো যাবে।

আরও পড়ুন

ফোন আনলক না করে জেমিনি চ্যাটবটের মাধ্যমে সরাসরি ফোনকল করা বা বার্তা পাঠানোর পদ্ধতিও বেশ সহজ করেছে গুগল। ব্যবহারকারীরা ফোনের লক স্ক্রিনে একবার ট্যাপ করেই মুখের কথায় নির্দিষ্ট নম্বরে ফোনকল বা বার্তা পাঠাতে পারবেন। ফলে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে ব্যস্ত থাকলেও সহজে নির্দিষ্ট ব্যক্তিকে ফোন করার পাশাপাশি বার্তা পাঠানোর সুযোগ মিলবে।

প্রাথমিকভাবে নির্দিষ্ট সংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে। তবে স্মার্টফোন লক থাকা অবস্থায় জেমিনি চ্যাটবটের মাধ্যমে ফোনকল ও বার্তা পাঠানোর সুবিধা ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন করে নিরাপত্তাঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।