মাতৃভাষা দিবসে নতুন গেম

দ্য কিডি–লার্ন উইথ ফান গেমের একটি দৃশ্যসংগৃহীত

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, শিশুদের জন্য নতুন একটি উদ্ভাবনী গেম ‘দ্য কিডি–লার্ন উইথ ফান’ উন্মোচন করেছেন গোলাম রাব্বি হাসান। গেমটি বাংলা ভাষার প্রতি শিশুদের আগ্রহ এবং ভালোবাসা গড়ে তুলতে নকশা করা হয়েছে। গেমটি শুধু বাংলা ও ইংরেজি বর্ণ এবং শব্দ শেখায় না; বরং একটি আকর্ষণীয় অ্যানিমেশন ব্যবহার করে শেখানো হচ্ছে, যা শিক্ষাকে আরও মজার ও সহজ করে তোলে।

দ্য কিডি–লার্ন উইথ ফান গেমের একটি দৃশ্য
সংগৃহীত

গেমটির নির্মাতা গোলাম রাব্বি হাসান বলেন, ‘মাতৃভাষা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সান্নিধ্যে এই গেম গড়ে তোলা হয়েছে, যাতে শিশুদের মধ্যে বাংলা ভাষার প্রতি আকর্ষণ জাগে, পাশাপাশি ইংরেজি ভাষাও সহজে শেখে তারা। আমাদের প্রজন্মের শিশুদের জন্য ভাষা শেখার নতুন ও মজাদার উপায় আনাই ছিল আমাদের লক্ষ্য।’

গেমটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর অ্যানিমেশন ব্যবস্থাপনা, যা ভাষা শিক্ষাকে আরও আকর্ষণীয় ও উপভোগ্য করে তোলে। এতে শিশুদের বাংলা ও ইংরেজি বর্ণ, শব্দ ও সেগুলোর উচ্চারণ শেখানো হয় অ্যানিমেশন মাধ্যমে। এরপর খেলার মাধ্যমে তাদের শেখার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে তোলে। গেমটির লেভেল রয়েছে।
দ্য কিডি-লার্ন উইথ ফান গেমটি গুগল প্লেস্টোরে এখনই পাওয়া যাবে।