হোয়াটসঅ্যাপে আসছে মোশন ছবি শেয়ারের সুবিধা
এবার চ্যাট ও চ্যানেলে মোশন ছবি শেয়ারের সুবিধা চালু করতে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটা ইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ ২.২৫.৮.১২-তে এরই মধ্যে সুবিধাটি যুক্ত করা হয়েছে। সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি।
মোশন ছবি হলো একটি বিশেষ ধরনের ছবি। যেখানে ক্যামেরার শাটার চেপে স্থিরচিত্রের পাশাপাশি কয়েক সেকেন্ডের ভিডিও ও অডিও রেকর্ড হয়। গুগল পিক্সেল ফোনে এটি ‘টপ শট’ আর আইফোনে এটি ‘লাইভ ছবি’ নামে পরিচিত। এখন হোয়াটসঅ্যাপে মোশন ছবি পাঠানো গেলেও তা স্থিরচিত্রে রূপান্তরিত হয়ে যায়। নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা মোশন ছবি ভিডিও আকারে পাঠাতে পারবেন, যা প্রাপকের ফোনে অ্যানিমেটেড ভিডিও আকারে দেখা যাবে।
ডব্লিউএবেটা ইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে মিডিয়া পিকার অপশনে একটি নতুন একটি আইকন যোগ করা হবে। এটি পপআপ কার্ডের ওপরের ডান পাশে এইচডি বাটনের পাশে দেখা যেতে পারে। আইকনটির মাধ্যমে ব্যবহারকারীরা মোশন ছবি পাঠানোর আগে সুবিধাটি চালু বা বন্ধ করতে পারবেন।
মোশন ছবি ধারণের সুবিধা নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সীমিত হলেও হোয়াটসঅ্যাপ জানিয়েছে যেকোনো ফোনেই এই ছবি দেখা যাবে। অর্থাৎ যার ফোনে মোশন ছবি তোলার সুবিধা নেই, সে–ও অন্যদের পাঠানো মোশন ছবি দেখতে পারবেন। আইফোন ব্যবহারকারীরা এটি ‘লাইভ ছবি’ হিসেবে উপভোগ করতে পারবেন।
সূত্র: গ্যাজেটস৩৬০