গুগল ম্যাপসে গন্তব্যের স্থানের তথ্য সংরক্ষণ করবেন যেভাবে

গুগল ম্যাপসে গুরুত্বপূর্ণ স্থানের তথ্য সংরক্ষণ করা যায়গুগল

গন্তব্যে যাওয়ার আগে কোন রাস্তা দিয়ে দ্রুত যাওয়া যাবে, তা জানা থাকলে বেশ সুবিধা হয়। আর তাই অপরিচিত স্থানে যাওয়ার সময় গুগল ম্যাপসের মাধ্যমে পথের দূরত্ব বা গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা দেখেন অনেকেই। আর তাই ব্যবহারকারীদের সুবিধার্থে গুগল ম্যাপসে নিয়মিত নতুন সুবিধা যুক্ত করে থাকে গুগল। গুগল ম্যাপসের লোকেশন সংরক্ষণের সুবিধা কাজে লাগিয়ে সহজেই নির্দিষ্ট কোনো জায়গার ঠিকানা সংরক্ষণ করে রাখা যায়। এর ফলে প্রতিবার ভ্রমণের আগে সেই গন্তব্যের ঠিকানা টাইপ করে সার্চ করতে হয় না। গুগল ম্যাপসে নির্দিষ্ট স্থানের তথ্য আগে থেকে সংরক্ষণের পদ্ধতি দেখে নেওয়া যাক।

আরও পড়ুন

নির্দিষ্ট স্থানের তথ্য আগে থেকে সংরক্ষণের জন্য প্রথমে স্মার্টফোনে গুগল ম্যাপস অ্যাপ চালু করতে হবে। এরপর যে স্থানের তথ্য সংরক্ষণ করতে হবে, সেটি সার্চ বক্সে লিখে সার্চ করতে হবে। এবার লোকেশন প্রদর্শিত হলে তার নিচে থাকা সেভ বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রাইভেট, ফেবারিট, ওয়ান্ট টু গো, ট্রাভেল প্ল্যান বা স্টারেড প্লেস তালিকার মধ্যে যেকোনো একটি নির্বাচন করলেই নির্ধারিত তালিকায় নির্বাচিত স্থানের তথ্য সংরক্ষণ হয়ে যাবে। পরবর্তী সময়ে গুগল ম্যাপসে প্রবেশ করে ইউ নামে থাকা সেভ আইকনে ট্যাপ করলেই সংরক্ষণ করা স্থানগুলোর তথ্য দেখা যাবে।

আরও পড়ুন