নাম ছাড়াই গ্রুপ খোলা যাবে হোয়াটসঅ্যাপে
সহকর্মীদের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলেন অনেকেই। কেউ আবার নির্দিষ্ট দিন বা অনুষ্ঠান উপলক্ষে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে বন্ধু বা পরিচিতদের যুক্ত করেন। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহারের জন্য খোলা এসব গ্রুপের নাম নির্বাচনে বেশ সমস্যা হয়। অনেকে সময় গ্রুপের নাম নিয়ে বিব্রতকর সমস্যাও তৈরি হয়ে থাকে। এ সমস্যা সমাধানে নাম ছাড়াই গ্রুপ খোলার সুযোগ চালু করেছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক বার্তায় জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা এখন আরও সহজ হয়েছে। গ্রুপের টাইটেলেই সব সদস্যের নাম দেখা যাবে। ফলে আলাদাভাবে গ্রুপের নাম নির্বাচনের প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণে এ সুবিধা পাওয়া যাবে।
জানা গেছে, সর্বোচ্চ ছয়জন সদস্য নিয়ে নামবিহীন গ্রুপ খোলা যাবে হোয়াটসঅ্যাপে। সদস্যসংখ্যা কম হওয়ার কারণে গ্রুপের টাইটেলেই সব সদস্যের নাম দেখা যাবে। এ ক্ষেত্রে গ্রুপের সদস্যদের নাম অন্য সদস্যদের ফোনে যেভাবে সংরক্ষণ করা আছে সেভাবেই প্রদর্শন করা হবে। অর্থাৎ কোনো সদস্যের নাম অন্য সদস্যদের ফোনে ভিন্ন বানান বা আলাদা পরিচিতি দিয়ে সংরক্ষণ করা থাকলে গ্রুপের টাইটেলে সেই নাম দেখা যাবে। এর ফলে গ্রুপের টাইটেলে থাকা নামগুলো সদস্যদের কাছে ভিন্নভাবে দেখা যাবে। তবে গ্রুপে অপরিচিত কোনো ব্যক্তি যুক্ত থাকলে তার নামের পরিবর্তে ফোন নম্বর দেখা যাবে।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, নতুন এ সুবিধা নাম নির্বাচনের জটিলতা দূর করে গ্রুপ খোলার সুযোগ করে দেবে। ফলে দ্রুত নির্দিষ্ট ব্যক্তিদের নিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলা যাবে। আগামী কয়েক দিনের মধ্যেই পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।
সূত্র: ডেইলি মেইল