গুগল ড্রাইভে স্ক্যান করা নথি বা ছবির মানোন্নয়নে আসছে নতুন সুবিধা
ব্যক্তিগত বা অফিসের কাজে আমরা অনেকেই নিয়মিত গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি। অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ ও আদান-প্রদানের সুযোগ থাকায় কেউ আবার গুরুত্বপূর্ণ অনেক তথ্যও জমা রাখেন অনলাইন এ তথ্যভান্ডারে। আর তাই স্ক্যান করা নথি বা ছবির মানোন্নয়নে গুগল ড্রাইভের অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন সুবিধা যুক্ত করছে গুগল। সুবিধাটি চালু হলে গুগল ড্রাইভের বিল্ট-ইন স্ক্যানারের কার্যকারিতা বাড়বে। ফলে বর্তমানের তুলনায় স্ক্যান করা নথি বা ছবিগুলো স্বয়ংক্রিয়ভাবে উন্নত রেজল্যুশনে দেখা যাবে। শুধু তা–ই নয়, স্ক্যান করা নথি বা ছবিগুলো দ্রুত সম্পাদনার সুযোগও পাওয়া যাবে।
গুগল ড্রাইভ অ্যাপের বিল্ট-ইন স্ক্যানারের মাধ্যমে বর্তমানে নথি ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করা গেলেও সেটি সম্পাদনার জন্য ম্যানুয়ালভাবে ফিল্টার অপশন ব্যবহার করতে হয়। তবে ‘অটো-এনহ্যান্স’ নামের নতুন এ সুবিধা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করা নথি বা ছবিগুলোর মান উন্নত করার পাশাপাশি সেগুলো দ্রুত সম্পাদনাও করা যাবে। আগামী জানুয়ারি থেকে পর্যায়ক্রমে এ সুবিধা সব গুগল ড্রাইভ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
গুগলের তথ্যমতে, নতুন এ সুবিধায় স্ক্যান করার জন্য গুগল ড্রাইভ অ্যাপের নিচে ডান কোণে থাকা ‘+ নিউ অপশন’–এ ক্লিক করতে হবে। এরপর স্ক্যান অপশন (ক্যামেরা আইকন) নির্বাচন করলে ফোনের ক্যামেরা ব্যবহার করে ডকুমেন্ট স্ক্যান করা যাবে। প্রথমবার স্ক্যান করার সময় অ্যাপটিকে ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে। এরপর স্ক্যান করা নথির প্রিভিউ মোডে একটি স্পার্কল আইকন দেখা যাবে। সেই আইকনে ক্লিক করলে ‘অটো-এনহ্যান্স’ টুলটি নথি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ছবির মান উন্নত করে দেবে। এর ফলে স্ক্যান করা ফাইলটি আরও ঝকঝকে, পরিষ্কার এবং সহজপাঠ্য হয়ে উঠবে।
সূত্র: নিউজ১৮ ডটকম