হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ থ্রেড, যে সুবিধা পাওয়া যাবে

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৫.৭.৭ সংস্করণে মেসেজ থ্রেড সুবিধা যুক্ত করা হয়েছেপেক্সেলস

তাৎক্ষণিক বার্তা বা ছবি আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজে হোয়াটসঅ্যাপের ব্যবহার দ্রুত বাড়ছে। বিষয়টি অজানা নয় হোয়াটসঅ্যাপের কাছেও। আর তাই এবার অন্য ব্যক্তিদের কাছে পাঠানো সব বার্তা দ্রুত দেখার সুযোগ দিতে ‘মেসেজ থ্রেড’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৫.৭.৭ সংস্করণে মেসেজ থ্রেড সুবিধা যুক্ত করা হয়েছে। সুবিধাটি কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো সব বার্তা আলাদা একটি থ্রেডে দেখা যাবে। ফলে দীর্ঘ কথোপকথনের সময় বারবার স্ক্রল করে নিজেদের পাঠানো পুরোনো বার্তাগুলো খুঁজতে হবে না। মূল বার্তার সঙ্গে সংশ্লিষ্ট সব রিপ্লাই একসঙ্গে দেখা যাবে। ফলে গ্রুপ চ্যাট আরও সহজে করা যাবে।

আরও পড়ুন

অনলাইনে প্রকাশিত স্ক্রিনশটে দেখা গেছে, মেসেজ থ্রেডে থাকা বার্তাগুলো আলাদা পপ-আপ ভিউতে প্রদর্শন করা হবে। এর ফলে গ্রুপে আলোচনার সময় পাঠানো রিপ্লাইগুলো একসঙ্গে দেখা যাবে। তবে থ্রেড ভিউতে মূল বার্তাটি থাকবে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

আরও পড়ুন

ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, মেসেজ থ্রেড সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও শিগগিরই ব্যক্তিগত, গ্রুপ চ্যাটসহ কমিউনিটি এবং চ্যানেলে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

সূত্র: দ্য ভার্জ