জিমেইল ব্যবহারকারীদের ভুয়া তথ্য পাঠাচ্ছে গুগল ক্যালেন্ডার

ভুয়া তথ্য পাঠাচ্ছে গুগল ক্যালেন্ডারগুগল

গুগল ক্যালেন্ডার সেবার ত্রুটির কারণে অদ্ভুত এক সমস্যায় পড়েছেন জিমেইল ব্যবহারকারীরা। বিভিন্ন সামাজিক মাধ্যম এবং টুইটারে অনেকেই অভিযোগ করেছেন, জিমেইলের ইনবক্সে থাকা বিভিন্ন ই-মেইলের তথ্য কাজে লাগিয়ে নিজেই অস্তিত্বহীন বিভিন্ন ইভেন্ট তৈরি করে বার্তা পাঠাচ্ছে গুগল ক্যালেন্ডার। ফলে অনেকেই ভুয়া তথ্যের কারণে বিভ্রান্ত হচ্ছেন।

আরও পড়ুন

বিভিন্ন ইভেন্ট তৈরির পাশাপাশি সেগুলোর সময়সূচি আগে থেকে জানা যায় গুগল ক্যালেন্ডার সেবাটিতে। এ জন্য গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানের তথ্য বা দিনক্ষণ আগে থেকেই যুক্ত করতে হয় ব্যবহারকারীদের। জিমেইল থেকে সরাসরি গুগল ক্যালেন্ডার ব্যবহারের সুযোগ থাকায় অনেকেই গুগলের এ সেবা নিয়মিত ব্যবহার করেন।

আরও পড়ুন

গুগল ক্যালেন্ডারে থাকা ত্রুটির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি গুগল। ফলে সমস্যার সমাধান কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি। তবে চাইলেই গুগল ক্যালেন্ডারের সেটিংস অপশন থেকে ‘শো ইভেন্টস ফ্রম জিমেইল’ অপশন বন্ধ রেখে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন