ইনস্টাগ্রাম স্টোরিজে বিরতি ছাড়াই দেখা যাবে ভিডিও

ইনস্টাগ্রামমেটা

সহজে ছবি ও ভিডিও বিনিময়ের পাশাপাশি সেগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে ইনস্টাগ্রাম। ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটির স্টোরিজ সুবিধা কাজে লাগিয়ে সহজেই ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে প্রদর্শন করা যায়। তবে ১৫ সেকেন্ড পরপর বিরতি থাকায় স্টোরিজ ভিডিও বিরতিহীনভাবে দেখা যায় না। এতে অনেকেই বিরক্ত হন। সমস্যা সমাধানে স্টোরিজে বিরতি ছাড়াই ভিডিও দেখার সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম।

আরও পড়ুন

নতুন এ সুবিধা চালুর ফলে ভিডিও পোস্ট করার সময় ১৫ সেকেন্ড পরপর ভিডিও কেটে যাবে না। দর্শকেরাও বিরতি ছাড়া ভিডিও দেখার আনন্দ পাবেন। ফলে বর্তমানের তুলনায় স্টোরিজ ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে। পর্যায়ক্রমে বিশ্বের সব দেশে এ সুবিধা ব্যবহার করা যাবে।

আরও পড়ুন

এ বিষয়ে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার মুখপাত্র জানান, ‘আমরা সব সময় স্টোরিজ ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করতে কাজ করছি। নতুন এ উদ্যোগের আওতায় ১৫ সেকেন্ডের ক্লিপের বদলে ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও টানা ভিডিও দেখা যাবে। ফলে ভিডিও নির্মাতা ও দর্শক উভয়েরই সুবিধা হবে।’

আরও পড়ুন

কিশোর-কিশোরীদের কাছে জনপ্রিয়তা পেলেও কিছুতেই টিকটকের সঙ্গে পেরে উঠছে না ইনস্টাগ্রাম। আর তাই নতুন প্রযুক্তি যুক্ত করার পাশাপাশি বিভিন্ন সেবা নিয়মিত হালনাগাদ করছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি।
সূত্র: টেক ক্রাঞ্চ

আরও পড়ুন