সাইবার নিরাপত্তা নিয়ে ঢাকায় সেমিনার অনুষ্ঠিত
রাজধানীর গুলশানের একটি হোটেলে গত শনিবার ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে সাইবার নিরাপত্তা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকিং, অর্থনীতি, স্বাস্থ্যসেবা, সরকারি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ডিজিটাল পরিবেশকে সুরক্ষিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। এই সেমিনারের পৃষ্ঠপোষক ছিল প্রযুক্তিপ্রতিষ্ঠান এফএসএন সলিউশন লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এফএসএন সলিউশন।
সেমিনারের প্রধান বক্তা এফএসএন সলিউশন লিমিটেডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অভিরূপ গুহ বলেন, একটি শক্তিশালী সাইবার নিরাপত্তাকাঠামো প্রয়োগ করা এখন অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেছেন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করা একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবদান বজায় রাখবে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ (রুমি) আলী। আলোচনা করেন প্রকৌশলী মো. মুশফিকুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিআইটিও) মিসবা আবদিনসহ অনেকে।
সেমিনারের শেষে এফএসএন সলিউশন লিমিটেড প্রহরী ও সানশাইন নামের দুটি নতুন সাইবার নিরাপত্তা পণ্য উন্মোচন করে। প্রহরী হলো সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) সমাধান। এটি তাৎক্ষণিকভাবে হুমকি শনাক্ত করে এবং তা ব্যবস্থাপনার মাধ্যমে সাইবার ঝুঁকি নিরসনে সাহায্য করে। আর সানশাইন হলো অফলাইন মেশিন লার্নিং–ভিত্তিক অ্যান্টি র্যানসমওয়্যার টুল। ব্যবসায়িক প্রতিষ্ঠানে র্যানসমওয়্যারের মতো ক্রমবর্ধমান হুমকি থেকে সুরক্ষা প্রদান করে।