অবকাঠামো ও যান চলাচল বিশ্লেষণে গুগল ম্যাপসের নতুন তথ্যসেবা

গুগল ম্যাপসছবি: গুগল

শহরের অবকাঠামো ও যানবাহন চলাচল বিশ্লেষণে সহায়তা করতে গুগল ম্যাপসে নতুন টুল চালু করছে গুগল। গুগলের দাবি, টুলটির সহায়তায় গুগল ম্যাপসের তথ্য কাজে লাগিয়ে সরকারি সংস্থা, উন্নয়ন প্রকল্পের গবেষক ও পরিকল্পনাকারীরা বর্তমানের তুলনায় কার্যকরভাবে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন।

গুগল জানিয়েছে, প্রথমবারের মতো ক্লাউডভিত্তিক ডেটা বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘বিগকোয়েরি’র বিভিন্ন তথ্যগুগল ম্যাপসে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা সরাসরি ‘ইমেজারি ইনসাইটস’, ‘রোডস ম্যানেজমেন্টইন সাইটস’ ও ‘প্লেসেস ইনসাইটস’সুবিধা ব্যবহার করে বিস্তারিতভাবে তথ্য বিশ্লেষণ করার সুযোগ পাবেন। এসব তথ্য শহর উন্নয়ন, অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও যানবাহন চলাচল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

গুগলের তথ্যমতে, ‘ইমেজারি ইনসাইটস’ সুবিধার মাধ্যমে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো বিদ্যুতের খুঁটি, সড়ক চিহ্নসহ অন্যান্য অবকাঠামোর অবস্থা পর্যবেক্ষণ করা যাবে। ‘রোডসম্যানেজমেন্ট ইনসাইটস’ সুবিধার মাধ্যমে সড়কের অতীত ও বর্তমান যান চলাচলের তথ্য বিশ্লেষণ করা যাবে। এসব তথ্য যানজট নিরসন, সঠিক রাস্তা নির্বাচন বা জরুরি অবস্থা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। অন্যদিকে, ‘প্লেসেস ইনসাইটস’ সুবিধার মাধ্যমে নির্দিষ্ট এলাকার জনপ্রিয় স্থানগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে।

এ ছাড়া ‘বিগকুয়েরি’সুবিধার মাধ্যমে গুগলের ‘আর্থ ইঞ্জিন’প্ল্যাটফর্মের তথ্য ব্যবহারের সুযোগ মিলবে। এর ফলে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে বন ধ্বংস, অগ্নিকাণ্ডের ঝুঁকি বা জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়নের কাজ আরও সহজ হবে। গুগলের মতে, তথ্যভিত্তিক এই উদ্যোগ বিভিন্ন শহর ও প্রতিষ্ঠানের জন্য টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সূত্র: দ্য ভার্জ

আরও পড়ুন