ফেসবুক ও মেসেঞ্জারে ‘টিন অ্যাকাউন্ট’ চালু করছে মেটা
কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ফেসবুক ও মেসেঞ্জারে ‘টিন অ্যাকাউন্ট’ চালুর ঘোষণা দিয়েছে মেটা। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডায় নতুন এই অ্যাকাউন্ট চালু করা হবে। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও এ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটার তথ্যমতে, ১৬ বছরের কম বয়সীদের জন্য চালু হতে যাওয়া টিন অ্যাকাউন্টে অনুপযুক্ত কনটেন্ট এবং অচেনা ব্যক্তিদের বার্তা পাওয়ার ঝুঁকি কম থাকবে। অ্যাকাউন্টের বিল্ট-ইন নিরাপত্তাব্যবস্থা পরিবর্তন করতে চাইলে অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে। এর ফলে শুধু ফেসবুক ফ্রেন্ডের তালিকায় থাকা ব্যক্তিরা কিশোর কিশোরীদের স্টোরিতে প্রতিক্রিয়া বা মন্তব্য করার পাশাপাশি ট্যাগ ও মেনশন করতে পারবেন। এ ছাড়া শুধু ফলো করা অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তা দেখা যাবে।
মেটা জানিয়েছে, টিন অ্যাকাউন্টে দিনে এক ঘণ্টা ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ ব্যবহারের পর কিশোর-কিশোরীদের বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দেওয়া হবে। শুধু তা–ই নয়, রাতে কোয়ায়েট মোড স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। ফলে কিশোর-কিশোরীদের অ্যাপ থেকে বিরতি নেওয়া নিশ্চিত হবে।
২০২৩ সালের সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে একই ধরনের সুবিধা চালু করে মেটা। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ইনস্টাগ্রামে এখন পর্যন্ত ৫ কোটি ৪০ লাখ কিশোর-কিশোরী টিন অ্যাকাউন্ট ব্যবহার করছে। ইনস্টাগ্রামের নিয়ম অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীরা অভিভাবকের অনুমতি ছাড়া লাইভ করতে পারে না।
সূত্র: টেক ক্র্যাঞ্চ