ক্রোম ব্রাউজার হালনাগাদ করে বিপাকে ব্যবহারকারীরা

ক্রোম ব্রাউজাররয়টার্স

জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজারের তালিকায় সবার ওপরে রয়েছে ক্রোম ব্রাউজার। কিন্তু বছরজুড়েই ক্রোম ব্রাউজারে থাকা ত্রুটি নিয়ে বেশ সমস্যায় পড়েছে গুগল। সমস্যা সমাধানে কিছুদিন পরপরই একাধিক নিরাপত্তা ও কারিগরি ত্রুটির সমাধান করে ব্রাউজারের নতুন সংস্করণ উন্মুক্ত করছে প্রতিষ্ঠানটি। কিন্তু সম্প্রতি ক্রোম ব্রাউজারের হালনাগাদ নামানোর পর বিভিন্ন ওয়েবসাইটে টেক্সট হাইলাইটস সুবিধা কাজ করছে না বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী।

ভুক্তভোগীদের অভিযোগ, ক্রোম ব্রাউজারের হালনাগাদ নামানোর পর বেশ কিছু ওয়েবসাইটে টেক্সট নির্বাচন করা গেলেও সেগুলো নির্দিষ্ট রঙে হাইলাইটস হিসেবে দেখা যাচ্ছে না। কখনো কখনো কপি-পেস্ট করাও যাচ্ছে না। কেউ কেউ বলছেন, মাঝেমধ্যে কপি-পেস্ট করা গেলেও বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে ব্যবহারকারীদের করা অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি গুগল।

আরও পড়ুন

ধারণা করা হচ্ছে, ক্রোম ব্রাউজারের টেক্সট সিলেকশন স্টাইল পরিবর্তনের ফলে ওপেন সোর্সভিত্তিক সিএসএস ফ্রেমওয়ার্ক টেইলওয়াইন্ড সিএসএসের সঙ্গে অসামঞ্জস্যতা তৈরি হওয়ায় বিভিন্ন ওয়েবসাইটে টেক্সট হাইলাইটস সুবিধা কাজ করছে না। তাই যেসব ওয়েবসাইটে টেক্সট হাইলাইটস সুবিধা কাজ করছে না, সেগুলোর ওয়েব ডেভেলপারদের সমস্যা সমাধানের কৌশল বাতলে দিয়েছেন টেইলওয়াইন্ড সিএসএসের প্রতিষ্ঠাতা অ্যাডাম ওয়াথান। খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, ওয়েবসাইটে এই হালনাগাদ কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে।

সূত্র: দ্য ভার্জ