থ্রেডস নামিয়ে বিপাকে ব্যবহারকারীরা

থ্রেডসরয়টার্স

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের আদলে তৈরি মেটার থ্রেডস অ্যাপ প্রকাশের পরপরই প্রযুক্তি বিশ্বে বেশ আলোড়ন তুলেছে। কয়েকদিনের মধ্যেই ১০ কোটির বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন অ্যাপটিতে। কিন্তু থ্রেডস নামানোর পর ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন ব্যবহারকারী।

টুইটারে এক ব্যক্তি টুইট করেছেন, ‘থ্রেডস ব্যবহার করতে চাই, কিন্তু এটি ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে দিচ্ছে।’ অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘থ্রেডস কি অন্যের ফোনের ব্যাটারি শেষ করার জন্য তৈরি হয়েছে?’ প্রায় একই ধরনের অভিযোগ করে আরেকজন ব্যবহারকারী জানতে চেয়েছেন, ‘থ্রেডস কী আইফোনের ব্যাটারি দ্রুত শেষ করছে। সম্প্রতি আমার আইফোনের ব্যাটারি স্বাভাবিক সময়ের তুলনায় বেশি খরচ হচ্ছে।’

ব্যবহারকারীদের এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মেটা। তবে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেটের একজন বিশেষজ্ঞ জেক মোর জানিয়েছেন, সম্ভবত থ্রেডস অ্যাপে ‘নেগেটিভ টেস্টিং’ পদ্ধতি চালু থাকায় ফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে। এ পদ্ধতিতে ব্যবহারকারীদের নতুন অ্যাপ ব্যবহারের ধরন জানতে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। আর তাই প্রাথমিক অবস্থায় ফোনের ব্যাটারি খরচ বেশি হয়।

উল্লেখ্য, ফোনে থাকা বেশ কিছু অ্যাপ ব্যাটারি বেশি খরচ করে। কারণ, ব্যবহার না করলেও ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। এসব অ্যাপ চাইলেও বন্ধ করা যায় না। ফলে ব্যাটারি খরচ হতে থাকে।
সূত্র: মেইল অনলাইন