মুখের কথায় একাধিকবার সার্চ ফলাফল দেখাবে গুগল

গুগলরয়টার্স

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সার্চ ইঞ্জিন চ্যাটজিপিটিতে উন্মুক্ত করেছে ওপেনএআই। এ সুবিধা চালুর ফলে চ্যাটজিপিটি ব্যবহারের সময় ইন্টারনেট থেকে সরাসরি হালনাগাদ তথ্য জানতে পারেন চ্যাটজিপিটির গ্রাহক ও সার্চজিপিটি ব্যবহারকারীরা। এবার চ্যাটজিপিটির আদলে নিজেদের সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মুখের কথায় একাধিকবার সার্চ ফলাফল জানার সুযোগ চালু করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে মুখের কথায় একাধিকবার বিভিন্ন তথ্য অনুসন্ধান করার পাশাপাশি তাৎক্ষণিক ফলাফল জানা যাবে।

বর্তমানে মুখের কথায় একাধিকবার তাৎক্ষণিক সার্চ ফলাফল জানার সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছে গুগল। গুগল অ্যাপের পরীক্ষামূলক সংস্করণের ভিডিওতে দেখা গেছে, গুগলের মোবাইল অ্যাপ থেকে ব্যবহারকারীরা মুখের কথায় একাধিকবার গুগল সার্চে অনুসন্ধান করতে পারছেন। এমনকি ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রশ্নও করা যাচ্ছে।

আরও পড়ুন

বর্তমানে গুগলে মুখের কথায় অনুসন্ধান সুবিধা চালু থাকলেও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিদ্যমান সুবিধায় শুধু একবার মাইক্রোফোন আইকন চেপে ধরে একটি প্রশ্ন করা যায়। নতুন এই সুবিধায় মাইক্রোফোনে বারবার ট্যাপ না করে ধারাবাহিকভাবে একাধিক প্রশ্ন করা যাবে এবং গুগলও নিরবচ্ছিন্নভাবে সেসব প্রশ্নের সার্চ ফলাফল দেখাবে।

আরও পড়ুন

সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা স্মার্টফোন থেকে আরও সহজে মুখের কথায় তথ্য অনুসন্ধান করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য ও লিংক তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। তবে এখনো সুবিধাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি। এমনকি সুবিধাটি কবে নাগাদ উন্মুক্ত করা হতে পারে, সে বিষয়েও কোনো তথ্য জানায়নি গুগল।

সূত্র: ম্যাশেবল