স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার বেড়েছে তিন গুণ
ইলন মাস্কের কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট–নির্ভর ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান স্টারলিংক ২০২৪ সালে তার ব্যবসার পরিধি বিস্তৃত করেছে। ভবিষ্যতে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ বিমান বা ক্রুজ জাহাজেও পাওয়া যাবে বলে বিশ্লেষকেরা মনে করেন। মার্কিন সংস্থা ক্লাউডফ্লেয়ারের তথ্য অনুসারে, ২০২৪ সালে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার তিন গুণের বেশি বেড়েছে। গত নভেম্বর মাসের হিসাবে স্টারলিংকের সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা ৬ হাজার ৭৬৪। ২০২৩ সালে স্টারলিংক আকাশে ১ হাজার ৮৬৬টি স্যাটেলাইট পাঠায়, ২০২৪ সালে আরও ৫১টি স্যাটেলাইট পাঠিয়েছে।
এ বছর স্টারলিংক অনেক নতুন দেশে ইন্টারনেট সংযোগ বিস্তৃতি করেছে। বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা ও জাহাজ কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। এ বছর আফ্রিকার চাদ, এশিয়ার মঙ্গোলিয়া, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি নতুন এলাকায় স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে। এ বছর হাওয়াইয়ান এয়ারলাইনস বিনা মূল্যে স্টারলিংকের মাধ্যমে বিমানে ইন্টারনেট সেবা চালু করে। ইউনাইটেড এয়ারলাইনস আগামী বছর তাদের সব ফ্লাইটে ইন্টারনেট সেবা প্রদান করতে স্টারলিংকের সঙ্গে চুক্তি করেছে। কাতার এয়ারওয়েজ স্টারলিংক সেবা চালু করেছে।
ইলন মাস্কের স্পেসএক্স গত জুন মাসে স্টারলিংক মিনি নামে স্টারলিংকের স্যাটেলাইট ডিশ বাজারে আনে। ল্যাপটপ আকৃতির এই ডিশ যাঁরা ভ্যান কিংবা গাড়িতে ভ্রমণ করেন, তাঁদের জন্য। এ বছর শুধু ব্যবসা বড় করেনি স্টারলিংক, একই সঙ্গে ইন্টারনেট সংযোগের গতিও বাড়িয়েছে।
সূত্র: বিজনেজ ইনসাইডার