সৌরশক্তিতে চলা স্মার্টঘড়ি তৈরি করেছে সুইজারল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান গারমিন। ‘ফোররানার ৯৫৫ সোলার’ মডেলের জিপিএস প্রযুক্তিনির্ভর এই স্মার্টঘড়িতে সৌরশক্তি সংগ্রহের জন্য রয়েছে বিশেষ ধরনের লেন্স। একবার চার্জে টানা ২০ দিন চলতে পারে স্মার্টঘড়িটি। ফলে চার্জ নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।
সম্পূর্ণ স্পর্শনির্ভর পর্দার স্মার্টঘড়িটি কাজে লাগিয়ে শরীরচর্চার বিভিন্ন টুল ব্যবহারের পাশাপাশি আবহাওয়ার হালনাগাদ তথ্যও মিলে থাকে। মাত্র ৫৩ গ্রাম ওজনের স্মার্টঘড়িটির ধারণক্ষমতা ৩২ গিগাবাইট। ফলে শরীরচর্চা বা অবসর সময়ে গানও শোনা যায়। স্মার্টফোনের সঙ্গে লিংক করা থাকলে কল এলেই জানান দেয় স্মার্টঘড়িটি।
রক্তচাপ শনাক্তকরণ সুবিধার পাশাপাশি শরীরচর্চার সময় ক্যালরি খরচের পরিমাণ ও পথের দূরত্বও জানাতে পারে স্মার্টঘড়িটি। কিনতে গুনতে হবে ৫০০ মার্কিন ডলার বা ৪৬ হাজার ৭২৭ টাকা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া