কিস্তিতে কেনা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই তিন স্মার্টফোন

নতুন তিন স্মার্টফোন এনেছে ইনফিনিক্সছবি: সংগৃহীত

দেশের বাজারে নোট ৫০ সিরিজের নতুন তিন স্মার্টফোন এনেছে ইনফিনিক্স। ‘নোট ৫০’, ‘নোট ৫০ প্রো’ এবং ‘নোট ৫০ প্রো প্লাস’ মডেলের ফোনগুলোতে ডিপসিক এআই, এআই ক্যামেরা এবং এআই নয়েজ মিউটসুবিধা রয়েছে। এর ফলে ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের ধরন বুঝে বিভিন্ন কাজ করতে পারে। ধূসর ও বেগুনি রঙে বাজারে আসা ফোনগুলোর দাম ধরা হয়েছে যথাক্রমে ২৭ হাজার ৯৯৯, ৩১ হাজার ৯৯৯ ও ৫৪ হাজার ৯৯৯ টাকা। ক্রেতারা চাইলে চার মাসের কিস্তিতে কিনতে পারবেন ফোনগুলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোট ৫০ এবং নোট ৫০ প্রো মডেলের ফোনে মিডিয়াটেক হেলিও জি১০০ এবং নোট ৫০ প্রো প্লাস মডেলের ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ মডেলের শক্তিশালী প্রসেসর রয়েছে। এর ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করার পাশাপাশি স্বচ্ছন্দে গেম খেলা যায়।

আরও পড়ুন

৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড পর্দার ফোনগুলোর রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ফোনগুলোর পেছনে ৫০ মেগা পিক্সেলের ক্যামেরার পাশাপাশি সামনে শক্তিশালী ক্যামেরা থাকায় সহজেই ভালো মানের ছবি তোলা ও ভিডিও করা যায়। ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ফাস্টচার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনগুলো। ফলে ব্যাটারির চার্জ নিয়ে চিন্তা করতে হয় না।

আরও পড়ুন