২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

খাপে থাকা অবস্থায় ফোন চার্জ করবেন না

খাপসহ ফোন চার্জ না করা ভালো
ছবি: রয়টার্স

মুঠোফোনের বাইরের অংশকে সুরক্ষিত রাখতে খাপ বা কেস ব্যবহার করা হয়। তবে বাইরের অংশকে রক্ষাকারী কেস আবার ফোনের অভ্যন্তরীণ ক্ষতির কারণ হতে পারে।

প্লাস্টিক, রাবার এবং সিলিকন দিয়ে তৈরি কেস ফোনকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং তরল পদার্থ থেকে যাতে কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করে। এ ধরনের উপকরণ দিয়ে কেস ফোনের চারপাশে তাপ ধরে রাখে। চামড়া এবং প্রক্রিয়াজাত নকল চামড়া দিয়ে তৈরি কেসও ফোনের চারপাশে তাপ ধরে রাখে।

শীতল আবহাওয়ায় ফোনের চারপাশে তাপ ধরে রাখায় তেমন কোনো ক্ষতি হয় না। তবে এটি ব্যাটারির কার্যক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে। অ্যাপলের ফোন ব্যবহার নির্দেশিকা অনুসারে, ফোন চার্জ করার সময় যদি অন্য কোনো বস্তুর কারণে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, তবে ব্যাটারির ক্ষতি হতে পারে।

অ্যাপলের তথ্য অনুসারে, আইফোন, অ্যাপল ওয়াচ, আইপ্যাডসহ আইওএস অপারেটিং সিস্টেমে চালিত যন্ত্রগুলো ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালো কাজ করে। ফোনে চার্জ সঞ্চালনের সময় এ আদর্শ তাপমাত্রা কমে বা বাড়ে। তাই এর বাইরে অন্য বস্তুর কারণে বাড়তি উৎপন্ন তাপ ব্যাটারির ক্ষতি করে।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপলের যন্ত্র এমনভাবে তৈরি করা হয়েছে যে এগুলো ঘরের স্বাভাবিক তাপমাত্রা, অর্থাৎ ১৬ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎকৃষ্ট কাজ করে। ‘দ্য পিসি ডক্টরস—ফিক্স ইট ইওরসেলফ’ বইয়ের লেখক অ্যাড্রিয়ান কিংসলে তার আইফোন ১৩ প্রো ম্যাক্স দিয়ে ফোন চার্জ দেওয়ার একটি পরীক্ষা চালান। ৬২ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস) পরিবেষ্টিত তাপমাত্রাসহ একটি ঘরের ভেতরে থাকাকালে বিভিন্ন ফোন কেস দিয়ে ফোন চার্জ করে তিনি এ পরীক্ষা চালান।

পরীক্ষায় দেখা যায়, যেকোনো কেস ব্যবহার করলেও ৫ ওয়াট চার্জার দিয়ে ফোন চার্জ দিলে আদর্শ তাপমাত্রা বজায় থাকে। ইউএসবি সি পোর্ট দিয়ে ফোন চার্জ করার সময় কাজ করলে ফোনের তাপমাত্রা বেড়ে গিয়ে গরম হয়ে যায়। সাধারণত রাবারের কেসের চেয়ে সিলিকন কেস ব্যবহারে ফোন অপেক্ষাকৃত কম গরম হয়।