দেশের বাজারে নতুন ল্যাপটপ
দেশের বাজারে ইন্টেলের ১৩ প্রজন্মের কোর আই ৫ প্রসেসরে চলা লেনোভোর নতুন মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘আইডিয়া প্যাড স্লিম ৩আই’ মডেলের ল্যাপটপটিতে শক্তিশালী প্রসেসরের সঙ্গে ৮ গিগাবাইটের ডিডিআরফাইভ ৪৮০০ র্যাম থাকায় একই সঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ৬৯ হাজার ৫০০ টাকা। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ দশমিক ৬ ইঞ্চির ফুল এইচডি অ্যান্টিগ্লেয়ার পর্দার ল্যাপটপটিতে টিইউভি লো ব্লু লাইট প্রযুক্তি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না। ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ৫ দশমিক ২ প্রযুক্তিনির্ভর ল্যাপটপটিতে ১০৮০পি প্রাইভেসি শাটারযুক্ত ওয়েব ক্যামেরার পাশাপাশি ডলবি স্পিকারও রয়েছে।
৫১২ গিগাইবাই ধারণক্ষমতার ল্যাপটপটির ওজন ১ দশমিক ৬২ কেজি হওয়ায় সহজে বহন করা যায়। মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড–৮১০ এইচ প্রযুক্তির ল্যাপটপটি ধুলারোধী বলে সহজে ময়লা হয় না। ইন্টিগ্রেটেড গ্রাফিকস সুবিধার ল্যাপটপটি আর্কটিক গ্রে রঙে বাজারে পাওয়া যাচ্ছে।