দেখতে সাধারণ আংটির মতো হলেও ইনফ্রারেড এলইডি সেন্সর কাজে লাগিয়ে রক্তে অক্সিজেনের মাত্রা শনাক্ত করতে পারে ‘ওরা’ রিং। শুধু তা–ই নয়, ব্যবহারকারীর ঘুম ঠিকমতো হয় কি না, সে তথ্যও জানাতে পারে। অ্যাপ–নিয়ন্ত্রিত হওয়ায় সরাসরি স্মার্টফোন থেকেই আংটিটির সংগ্রহ করা সব তথ্য জানা যায়।
আরও পড়ুন
ব্যাটারি যুক্ত থাকলেও আংটিটির ওজন বেশ কম, মাত্র ৬ গ্রাম। পানিরোধক হওয়ায় আংটিটি পরেই গোসল করা যায়। একবার চার্জে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত তথ্য সংগ্রহ করতে সক্ষম আংটিটির দাম ২৯৯ মার্কিন ডলার বা প্রায় ২৮ হাজার ৩০০ টাকা।
সূত্র: টেক ক্রাঞ্চ