আইফোন ১৫ নতুন যে তিনটি রঙে পাওয়া যাবে

আইফোন ১৫–তে ব্যবহৃত নতুন তিনটি রঙের তথ্য ফাঁস হয়েছেএএফপি

সেপ্টেম্বর মাসে আইফোন ১৫ সিরিজ উন্মুক্ত করতে পারে অ্যাপল। কিন্তু নতুন আইফোন উন্মুক্তের সুনির্দিষ্ট দিনক্ষণ না জানানোয় প্রযুক্তিবিশ্বে চলছে তুমুল আলোচনা। নতুন মডেলের আইফোনগুলোর রং কী হবে, তা নিয়েও জল্পনা–কল্পনা কম হচ্ছে না। এরই মধ্যে আইফোন ১৫–তে ব্যবহৃত নতুন তিনটি রঙের তথ্য ফাঁস করেছে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবো। অ্যাপলের বিভিন্ন পণ্য ও প্রযুক্তির আগাম তথ্য প্রকাশ করে অ্যাপলপ্রেমীদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। আর তাই উইবোর ফাঁস করা তথ্য পর্যালোচনা করে অ্যাপলের সঙ্গে সংশ্লিষ্ট ‘শ্রিম্পঅ্যাপলপ্রো’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, নতুন আইফোনে তিনটি রং যুক্ত হয়েছে। রংগুলো হলো সবুজ, হালকা হলুদ ও গোলাপি। একই সঙ্গে বর্তমানের মতো মিডনাইট, স্টারলাইট ও লাল রঙে পাওয়া যাবে আইফোন।

আইফোন ১৫–এর ফাঁস হওয়া হালকা হলুদ রংটি আইফোন ১৪–এর হলুদ রং থেকে বেশ আলাদা। ধারণা করা হচ্ছে, আইফোন ১৫ সিরিজে নীল, বেগুনি ও কড়া হলুদ রং ব্যবহার করা হবে না। উল্লেখ্য, অ্যাপল প্রতিবছর একটি বা দুটি মডেলের আইফোনে নতুন রং যুক্ত করে থাকে। এবারই প্রথম একসঙ্গে তিনটি নতুন রঙে আইফোন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

নীল আর বেগুনি রং আইফোন ১৫–তে যুক্ত না করার যে সিদ্ধান্ত জানা গেছে, তা অনেকের কাছে অপ্রত্যাশিত বলে মনে হয়েছে। কারণ, গত মার্চে প্রকাশিত এক বাজার গবেষণায় দেখা গেছে, আইফোন ১৪ ও ১৪ প্লাস ক্রেতারা বেশি পছন্দ করেছেন নীল ও বেগুনি রং দুটি। অবশ্য বেশ কিছুদিন ধরে আইফোনপ্রেমীরা অ্যাপলের কাছে গোলাপি রঙের আইফোন বাজারে আনার দাবি জানিয়ে আসছেন।

ধারণা করা হচ্ছে, আইফোন ১৫–এর দাম সর্বশেষ আইফোনগুলোর তুলনায় মডেলভেদে ২০০ মার্কিন ডলার বাড়তে পারে। আর আইফোন ১৫ এবং ১৫ প্রোতে থাকবে ৩ ন্যানোমিটারের এ১৭ চিপসেট, পাতলা বেজেল আর হালনাগাদ আলট্রা ওয়াইড ব্যান্ড (ইউডব্লিউবি) সুবিধা।
সূত্র: ফোর্বস