দেশের বাজারে নতুন গেমিং কনসোল
বাংলাদেশের বাজারে নতুন গেম খেলার যন্ত্র বা গেমিং কনসোল এনেছে আসুস। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ‘আরওজি অ্যালাই’ মডেলের গেমিং কনসোলটিতে এএমডি রাইজেন জেড১ এক্সট্রিম প্রসেসর থাকায় সহজেই উচ্চ রেজল্যুশনের গেম খেলা যায়। কনসোলটির দাম ধরা হয়েছে ৮৯ হাজার ৯০০ টাকা। এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে আসুস।
সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গেম স্টোর ব্যবহারের সুযোগ থাকায় কনসোলটির মাধ্যমে স্টিম, এক্সবক্স গেম পাস, এপিক, জিওজিসহ অন্যান্য গেমিং প্ল্যাটফর্মের গেম খেলা যায়। শুধু তা-ই নয়, একা গেম খেলার পাশাপাশি টেলিভিশনের সঙ্গে কনসোলটি যুক্ত করে একাধিক ব্যক্তির সঙ্গে গেম প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব।
৭ ইঞ্চি এইচডি পর্দার কনসোলটির রেজল্যুশন ১৯২০ বাই ১০৮০। আরও রয়েছে উচ্চ গতির এলপিডিডিআরফাইভ ৬৪০০ মেগাহার্টজের ডুয়েল চ্যানেলের ১৬ গিগাবাইট মেমোরি। কনসোলটির ধারণক্ষমতা ৫১২ গিগাবাইট। চাইলে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ধারণক্ষমতা আরও বাড়ানো যায়।